হিমাচল প্রদেশে বড় ঝটকা বিজেপির, পদত্যাগ জেপি নাড্ডার ঘনিষ্ঠ নেতৃত্বের
তৃতীয়পক্ষ ওয়েব- বড় ধাক্কা খেল হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিজেপি (BJP) শিবির। পদত্যাগ করলেন প্রাক্তন সাংসদ কৃপাল পারমার। উপনির্বাচনে পরাজয়ের পরে, গুরুত্বপূর্ণ কোর গ্রুপ এবং রাজ্য কার্যনির্বাহী বৈঠক ছিল গতকাল। তাঁর ঠিক একদিন আগেই, দলের নেতৃত্বকে স্বৈরাচারী বলে অভিহিত করে পদত্যাগ করলেন হিমাচল বিজেপি সহ-সভাপতি এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ কৃপাল পারমার।
গত মাসেই জেপি নাড্ডার ঘনিষ্ঠ এই নেতা বলেছিলেন, দলের বর্তমান পরিস্থিতিতে তাঁর মতো সিনিয়র নেতা অপমানিত বোধ করছেন এখানে। আরও বলেছিলেন, এই বিষয় নিয়ে দলের সভায় প্রশ্ন করলেও, দলীয় নেতৃত্বরা সেটি শুনতে নারাজ ছিলেন। বিভিন্ন কারণ দেখিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। পদ ছাড়লেও, দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন কৃপাল পারমার।
প্রসঙ্গত ২৬ শে নভেম্বরেই রয়েছে বিজেপির বিধানসভা দলের বৈঠক। তাঁর ঠিক আগেই কৃপাল পারমারের পদত্যাগ নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে বিজেপি শিবির।মনে করা হচ্ছে কৃপাল পারমারের দেখাদেখি আরও কয়েকজন সদস্যও তাঁদের পদ ছেড়ে যেতে পারেন। বৈঠকের পূর্বে এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। এই সিনিয়র নেতার পদত্যাগের প্রভাব দলের বাকি বর্ষীয়ান নেতৃত্বদের উপরও দেখা দিতে পারে। যার ফলে, বিশিষ্ট কয়েকজনের দল কিংবা পদ ছাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে।