কীভাবে বুঝবেন আপনার সন্তান যৌনহেনস্থার শিকার
তৃতীয়পক্ষ ওয়েব- শিশুদের প্রতিও বিকৃত কামনা জেগে উঠতে পারে তারই আশপাশে থাকা কোনও ব্যক্তির। শিশুর শৈশবকে কীভাবে সুরক্ষিত রাখবেন অথবা বিপন্ন শৈশবকেও কীভাবে ভবিষ্যতে নিরাপত্তাবোধ ফিরিয়ে দেবেন, রইল তাঁর অনুসন্ধান-
- বেশির ভাগ ক্ষেত্রে যার দ্বারা শিশুটি যৌনহেনস্থার শিকার হয় সেই ব্যক্তি তার পরিচিত কেউ হয়ে থাকেন। এই ব্যক্তি পরিবারের কোনও পজিশনের মানুষ হওয়ার সম্ভাবনা বেশি।
- অনেক সময় একটি শিশু আর একটি শিশুকে যৌন আক্রমণ করে থাকে। সাধারণত অসুখী বা ভেঙে যাওয়া পরিবারের শিশুরা এ ধরণের আচরণ করে থাকে। মনোযোগ পাওয়ার কারণেই তারা এটা করে থাকে বলে মনে করা হয়।
- যে-সব শিশু যৌনহেনস্থার শিকার হয়েছে তাদের আচরণে বিশেষ কিছু লক্ষণ ধরা পড়ে। যেমন, শিশুটি পরিবার এবং বন্ধুদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারে। স্কুলে পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। এ ছাড়া তার মধ্যে হতাশা, উদ্বেগ কিংবা অ্যাগ্রেসিভ বা ধ্বংসাত্মক আচরণ দেখা দিতে পারে।
- অনেকসময় অবশ্য যৌন-হেনস্থা সত্ত্বেও শিশুটির আচরণে কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় না।
- শুধুমাত্র একটি দিন নয় কোনও শিশু মাসের পর মাস কিংবা বছরের পর বছর যৌনহেনস্থার শিকার হতে পারে।
- যৌনাঙ্গের সঙ্গে সংযোগ ঘটালেই কেবল শিশুটির যৌনহেনস্থা হয় না, শিশুটিকে কোনও পর্নোগ্রাফিক ছবি দেখানো বা তার কোনও পর্নোগ্রাফিক ছবি তোলাও যৌনহেনস্থার মধ্যে পরে।