সরকারি ভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেবার উদ্যোগে ভারত
তৃতীয়পক্ষ ওয়েব- দেশের সরকারি ভাষা হিসেবে হিন্দিকে তুলে ধরা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চে হিন্দিকে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকার। অধিবেশনে কেন্দ্রীয় সরকার এমনটাই জানিয়েছে।
সাংসদ সুজিত কুমার প্রশ্ন করেছিলেন, রাষ্ট্রপুঞ্জে হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দিকে কী পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন আন্তর্জাতিক এই সংস্থাতে ভাষার স্বীকৃতির পদ্ধতি জানিয়েছেন। ‘সরকার রাষ্ট্রপুঞ্জে হিন্দির স্বীকৃতি আদায়ে সবরকম চেষ্টা করছে। সরকার হিন্দিকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলতে রাষ্ট্রপুঞ্জের পদ্ধতি অনুযায়ী কাজ করছে। গত ২০১৮ সালে, হিন্দি ভাষাকে আরও বেশি প্রচার করার জন্য ভারত ও রাষ্ট্রপুঞ্জের মধ্য ভলেন্টারি কনট্রিবিউশন এগ্রিমেন্ট সই হয়েছে’।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ‘এই প্রথম কোনও দেশের সঙ্গে রাষ্ট্রপুঞ্জ চুক্তি সই করেছে। ২০১৯ সালে এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০২৫ সালে মার্চ মাস অবধি এই চুক্তির মেয়াদ রয়েছে। চুক্তি অনুযায়ী ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যমে হিন্দিতে নতুন প্রোফাইল তৈরি করেছে। এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য পৃথক ইউএন নিউজ মোবাইল অ্যাপলিকেশনও চালু করা হয়েছে’। তবে আন্তর্জাতিক স্বীকৃতি না মিললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে হিন্দি ব্যবহার করে এই ভাষার প্রাসঙ্গিকতাকে আরও বাড়িয়ে তুলবেন।