সর্বভারতীয় ফুটবল সংস্থা নির্বাসিত হলো ১ বছর

তৃতীয়পক্ষ ওয়েব- হস্তক্ষেপ অন্যপক্ষের। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছিল ফিফা। ফিফার তরফে ই-মেলে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করা হল। এ বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। ফিফার এই বিবৃতির ফলে মহিলা বিশ্বকাপও স্থগিত থাকছে।

এদিন ফিফার প্রেস বিবৃতিতে বলা হয়েছে, থার্ড পার্টির হস্তক্ষেপের কারণে, ফিফা কাউন্সিল সর্বোসম্মতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে।  এই হস্তক্ষেপ ফিফার ভাবমূর্তির বড় রকমের নিয়মভঙ্গ। যতক্ষণ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি সব রকম নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে, ততদিন এই নির্বাসন বহাল থাকবে।

২০২২-এর ১১-৩০ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। আপাতত পরিকল্পনা মাফিক এই টুর্নামেন্ট করা যাবে না। টুর্নামেন্টের হবে কি না সে বিষয়ে ভাবনা চিন্তা করবে ফিফা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে ফিফার ব্যুরো অফ কাউন্সিল। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে তবেই ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী, যে দ্রুতই কোনও না কোনও ইতিবাচক ফল বেরিয়ে আসবে। সব সমস্যা মিটলে তবেই অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ভারতে করার কথা ভাববে ফিফা।

শেয়ার করতে:

You cannot copy content of this page