Jalpaiguri: পথকুকুরদের নিয়ে অভিনব পিকনিক আয়োজন ফালাকাটায়
Jalpaiguri: পথকুকুরদের নিয়ে অভিনব পিকনিক আয়োজন ফালাকাটায়
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ শীতকালে সকলেই পিকনিকে যাচ্ছেন। আর তারা একই জায়গায় মানুষের উচ্ছিষ্ট খেয়ে রয়েছে। অথবা অনেক সময় খালি পেটেই কাটিয়ে দিতে হয় তাদের। ফালাকাটা শহরের অলিগলিতে অসংখ্য পথকুকুরের অবস্থা অবশ্য এমনই। কিন্তু এইদিনটা ছিল শহরের পথকুকুরদের জন্য স্পেশাল ডে। এদিন ছিল তাদের পিকনিক। ফালাকাটা অ্যানিমাল লাভার্সের তরফে পথকুকুরদের (Street dog) নিয়ে এদিন পিকনিকের আয়োজন করা হয়। ভাত-মাংস দিয়ে পথকুকুরদের পাত পেড়ে খাওয়ানো হয়।
ফালাকাটা অ্যানিমাল লাভার্স সংগঠনের সভাপতি শুভদীপ নাগ জানান, এই শীতে অনেক পথকুকুরই ঠিকমতো খাবার পাচ্ছে না। এদিন তাই কয়েকজনের থেকে সাহায্য নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় ১০০টি পথকুকুরকে পিকনিকের (Picnic)মেজাজে খাওয়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। সংগঠনের সম্পাদক রোহন রায় জানান, পথকুকুর বাস্ততন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ওদের জন্য স্পেশাল হিসেবে পিকনিকের আয়োজন করা হয়েছিল। প্রায় ২০ কেজি মাংস এবং ৩৫ কেজি চালের ভাত রান্না করা হয়। পাশাপাশি ছিল মিনারেল ওয়াটারের ব্যবস্থাও। এই শীতে তাদেরও একটু আনন্দ আয়োজন যেন এক অপার শান্তি।