সাংবাদিককে চেন দিয়ে বেঁধে রাখা হল হাসপাতালে, পুলিশের বিরুদ্ধে উঠল অভিযোগ
তৃতীয়পক্ষ ওয়েব- সাংবাদিককে চেন দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল ওড়িশার বালেশ্বরে। পুলিশের বিরুদ্ধে এরকম ঘটনা উঠে আসতেই সমালোচনা চলছে। এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বালেশ্বরের পুলিশ সুপার সুধাংশু শেখর। সাংবাদিকের নাম লোকনাথ দালেই। স্থানীয় থানার একজন পুলিশ ইন্সপেক্টর তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে তার অভিযোগ।
প্রসঙ্গত লোকনাথ ওড়িয়া ডেইলি সংবাদ এবং টিভি চ্যানেল কনক নিউজের সাংবাদিক। এক হোমগার্ডকে নিগ্রহ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। স্থানীয় ওই পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্রাউন সুগার চোরাচালান রোধে ব্যর্থতা নিয়ে খবর করেছিলেন। গত সোমবার রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন হোম গার্ডের বাইক এসে তাঁর বাইকে ধাক্কা মারে। হেলমেট নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছিলেন লোকনাথ। এরপরেই বুধবার দুপুরে ওই ইন্সপেক্টর তাঁর বাড়ি এসে মোবাইল কেড়ে নেন এবং জানান যে ওই হোম গার্ড তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ওই সাংবাদিকের বক্তব্য, ‘গ্রেফতার করার পরেই তিনি অচেতন হয়ে যান। এরপর সকালে জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে পায়ে চেন বাধা অবস্থায় দেখতে পান।’ তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানাবেন এই বিষয়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বিধায়ক সুকান্ত নায়েক পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।