জ্যোতি বসু

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে মেমোরিয়ালের প্রস্তুতি শুরু

তৃতীয়পক্ষ ওয়েব- সিপিএমের অনুরোধ রক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে জমি দিলেন। রাজারহাটে এবার শুরু হলো প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মেমোরিয়ালের কাজ। জুলাই মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে এই মেমোরিয়ালের খসড়া সম্পূর্ণ করা হবে বলে তথ্য সূত্রে খবর।

রাজারহাটে নতুন হাইকোর্টের কাছে পাঁচ একর জমিতে তৈরি হবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ সেন্টার। এই ট্রাস্টের সচিব রবীন দেব। এছাড়াও রয়েছেন বিমান বসু-সহ বিশিষ্ট নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর বিভিন্ন প্রক্রিয়া সেরে জমিটি হাতে পেয়েছে ট্রাস্ট।

জ্যোতি বসু

সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যে এই জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। এর পাশাপাশি এখানে থাকবে জ্যোতি বসু ও বাম আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালা, গ্রন্থাগার, প্রদর্শনশালা এবং অডিটোরিয়াম। এছাড়া থাকবে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে যারা আসবেন তাঁদের জন্য আতিথেয়তার ব্যবস্থাও রাখা রয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটের দফতরে এই নিয়ে একাধিক বৈঠকও চলছে। আধুনিক প্রযুক্তি ও বিশিষ্ট নির্মাতাদেরও মতামত নিচ্ছেন পার্টির কর্মকর্তারা।

নতুন প্রজন্ম বাম–আন্দোলন সম্পর্কে অনেক কিছুই জানেন না। তাঁদের জ্ঞানের জন্যই ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা বাম আন্দোলন নিয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্যও থাকবে ব্যবস্থা। দেশ–বিদেশের কমিউনিস্ট নেতারা এখানে এসে জ্যোতি বসু এবং বাম আন্দোলন সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ভাব–বিনিময়, আন্দোলনের তথ্য আদানপ্রদান হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিয়ে এর মধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page