জানেন ‘OK’  শব্দটি কীভাবে এলো?

তৃতীয়পক্ষ ওয়েব- ‘এই কাজটি করে রেখো- ওকে’, ‘আজ কিন্তু একসঙ্গে রেস্টুরেন্টে লাঞ্চ করব-ওকে’ প্রতিদিন এই একটি শব্দ দিনে আমরা অনেকবারই উচ্চারণ করে থাকি। আর শুধু বড়রা নয় ছোটরাও এই বুলিটি আগেই রপ্ত করে। ‘ওকে’ শব্দের অর্থ হলো ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবনে সবাই ‘ওকে’ বলা নিয়ে ব্যস্ত।

সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, দিনে একজন পুরুষ সাধারণত ২ হাজার এবং একজন নারী ৫ হাজার শব্দ ব্যবহার করে। তবে সারা দিনে সবচেয়ে বেশি আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হল ‘ওকে’।  শুধু সামনাসামনি কথা বলার সময় নয়, ফোনে কথা বলার সময়, মেসেজে, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশি বার এই শব্দই ব্যবহার হয়ে থাকে। আর বিগত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ‘OK’।

কিন্তু জানেন কি এই গত এই ‘OK’ শব্দটি ১৭৭ বছরে পা দিয়েছে।

আর এই শব্দটির জন্ম নিয়ে ১৮৩৯ সালে দুই সংবাদপত্র ‘বস্টন মর্নিং পোস্ট’ ও ‘প্রভিডেন্স জার্নালে’র মধ্যে ছিল তুমুল বিরোধি। পরে অবশ্য সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ- অল কারেক্ট। অর্থাৎ, ‘সব ঠিক আছে’। পরবর্তীতে এই শব্দই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

কিন্তু জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। ধীরে ধীরে এর বানান হয়ে দাঁড়ায় OK। ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দ। আজ এই পর্যন্তই থাক তবে! Ok।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page