একলাফে ২৫০
তৃতীয়পক্ষ ওয়েব- আবারও বাড়লো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। ১ এপ্রিল থেকে প্রতি ১৯ কেজি সিলিন্ডারের দাম হিসেবে সকলকে ২৫০ টাকা বেশি গুনতে হবে। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মানুষের। যার ফলে প্রতি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম দাঁড়ালো ২২৫৩ টাকা। তবে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি এটাই যা আশার কথা।
বিগত দু মাস ধরলে এই বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৩৪৬ টাকা বেড়েছে। এর আগে ১লা মার্চ এলপিজির দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু আজ থেকে ২৫০ টাকা বৃদ্ধির পর সেটি হয়ে গেলো ২২৫৩। কলকাতায় এই সিলিন্ডার পাওয়া যাবে ২৩৫১ টাকায় যেখানে মুম্বইতে ২২০৫ টাকা এবং চেন্নাইতে প্রতি এলপিজি সিলিন্ডারের পিছনে খরচ হবে ২৪০৬ টাকা।
মূলত সদ্য হয়ে যাওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের পর পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। যার ফলে টান পড়েছে প্রতিটি মানুষের পকেটে। এদিকে ২২ শে মার্চ ভর্তুকিযুক্ত সকল এলপিজি সিলিন্ডারের দামও ৫০ টাকা করে বাড়ানো হয়।
বর্তমানে আর্থিক সংকটের মধ্যে সকলের অবস্থা শোচনীয়। সকলের এখন চিন্তার বিষয়, এই সংকটের মধ্যে কবে গ্যাসের দাম কমবে। যদিও এখনও অব্দি এই বিষয়ে কোনো আশার আলো নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।