মুদ্রাস্ফীতির জেরে মধ্যবিত্তের তালিকা থেকে বাদ দামি সামগ্রী

তৃতীয়পক্ষ ওয়েব- ২০২০ থেকে ২০২২, পরিস্থিতি আমূল বদলে দিয়েছে করোনা অতিমারি। ছোট ছোট ব্যবসাগুলো, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। মাথা তুলছে নিজের মতো। আর তাই জনগনের ভরসা ফিরে আসছে ছোট ছোট ব্র‍্যান্ডগুলোর প্রতি। অবশ্যই এর পেছনে বড়ো কারণ হলো আর্থিক হ্রাস।

আর্থিক কারণটা কী? এর সহজ উত্তর হল মুদ্রাস্ফীতি। যার মাত্রা বিপদসীমা অতিক্রম করেছে বহুদিন আগেই। এর আগে অনেকবারই সরকার এবং নাগরিকদের সতর্ক করেছে RBI। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে রেপো দাওয়াই দিয়েছে RBI। যার জেরে টানা দুটি মানিটারি পলিসি বৈঠকে RBI রেপো রেট বৃদ্ধি করেছে। যা বেশ বিরল বটে।

তবে মুদ্রাস্ফীতির বৃদ্ধির সঙ্গে, বড় ব্র‍্যান্ডের জিনিস কেনার সম্পর্কটা কী? মুদ্রাস্ফীতি আদতে নাগরিকদের ক্রয়ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। যার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। কিন্তু কমে যায় রোজগার। স্বাভাবিকভাবেই অতিরিক্ত দাম দিয়ে সামগ্রী ক্রয় করতে পারেন না জনগন। রোজগারে আঘাত মানেই আর্থিক অবস্থার টানাটানি। যার অন্যথা হয়নি। প্রসঙ্গত, দেশে কোভিড অতিমারির পর বেকারত্ব বেড়েছে। ছাঁটাইয়ের মুখোমুখি হয়েছেন অজস্র মানুষ। অনেককে কম বেতনে চাকরি করতে হয়েছে। যা স্বাভাবিক হয়নি এখনও।

কোভিড পরবর্তী সময়ের ক্ষেত্রে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও। স্বাস্থ্যের চিন্তা বাদ দিয়ে এখন পকেটের দিকে নজর দিচ্ছেন সাধারণ মধ্যবিত্ত। তাই তালিকা থেকে বাদ দিচ্ছেন দামি ব্র‍্যান্ডের FMCG সামগ্রী। কমদামি ব্র‍্যান্ডের দিকেই অথবা বলা ভালো অনামী ব্র‍্যান্ডের অ-পরিচিত অথবা সস্তার সামগ্রীর দিকেই তাই ঝুঁকছেন সাধারণ মানুষেরা। সব মিলিয়ে ছোট ছোট পুঁজি অথবা অনামী ব্র‍্যান্ডের বাজার যে ফিরে আসছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার যে সাধারণ মধ্যবিত্তের এই ব্র‍্যান্ড নেমে আসা আঘাত কতদিন থাকে মন্দার বাজারে।

শেয়ার করতে:

You cannot copy content of this page