নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে জুবেইরের
তৃতীয়পক্ষ ওয়েব- অল্ট নিউজ এর বিরুদ্ধে বিভ্রান্তিকর খবর পরিবেশনের একাধিক অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক মহম্মদ জুবেইরের বিরুদ্ধে আনা হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন স্পেশ্যাল সেলের পুলিশ স্টেশনে একটি মামলায় তদন্তের জন্য জুবেইরকে ডাকা হয়। যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করা হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই জুবেইরকে আদালতে পেশ করা হবে।
সাংবাদিক মহম্মদ জুবেইরের গ্রেপ্তারিতে শুরু হয়েছে বিতর্ক। ‘AltNews’-এর আরেক প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা দাবি করেছেন, অন্য একটি মামলায় তদন্তের স্বার্থে জুবেইরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিলো। কিন্তু তাঁকে সম্পূর্ণ ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি মন্তব্য করেন, জুবেইরের গ্রেপ্তারি হল ‘সত্যের উপর নেমে আসা আঘাত’।
প্রসঙ্গত, ২০১৭ সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে AltNews। এরপর ‘ফ্যাক্ট চেকিং’ বা সঠিক তথ্য সামনে আনার জন্য প্রশংসা লাভ করে সংস্থাটি। তবে দক্ষিণপন্থীদের অভিযোগ, অর্থের বিনিময়ে হিন্দুত্ববিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই সংস্থাটি। দিল্লি পুলিশ এফআইআরে দাবি করেছে, ‘জুবেরের পোস্ট অত্যন্ত প্ররোচনামূলক এবং মানুষের মধ্যে ঘৃণা উৎপাদন করার পক্ষে যথেষ্ট।’
#WATCH | Delhi: Alt News co-founder Mohammed Zubair brought to Patiala House Court.
He was earlier sent to 1-day police remand after being arrested last night over allegations of hurting the religious sentiments of a community. pic.twitter.com/i7wlqxQKVr
— ANI (@ANI) June 28, 2022
কিন্তু কী টুইট করেছিলেন জুবের? সূত্রের খবর অনুসারে, ২০১৮-য় জুবের টুইটে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে নামফলকে হিন্দিতে লেখা ‘হনুমান হোটেল’। যেটা দেখে বোঝা যাচ্ছে, আগে এই হোটেলের নাম ছিল ‘হানিমুন হোটেল’। হানিমুন মুছে হনুমান করা হয়েছে।
অন্যদিকে পুলিশি হেফাজতে থাকা এই সাংবাদিকের নাম রয়েছে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্যদের তালিকায়। পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো ২০২২-এর মে মাসে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্যদের নিয়ে যে তালিকা করেছে তাতে নাম রয়েছে জুবেইরের। এছাড়া অল্ট নিউজের আরেক প্রতিষ্ঠাতা প্রতীক সিনহারও নাম রয়েছে ওই তালিকায়।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই জুবেইরের গ্রেফতারির পর নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকার প্রসঙ্গকে টানছেন। পিআরআইও-এর অধিকর্তা জুবেইরদের নাম প্রসঙ্গে গত মে মাসে বলেছিলেন, বহুত্ববাদের ভারতে এখন বহুত্ববাদের উপরেই আঘাত হানা হচ্ছে।