৩৪ বছর পর কারাদণ্ডে দণ্ডিত নভজ্যোত সিং সিধু!
তৃতীয়পক্ষ ওয়েব- ১৯৮৮ সালে গাড়ি চালানো নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নভজ্যোত সিং সিধুকে ১ বছরের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। আজ এই রায় দান করেছে শীর্ষ আদালত। ২০১৮ সালের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ভুক্তভোগী গুরনাম সিংয়ের পরিবারের রিভিউ পিটিশনের অনুমতি চেয়েছিল। মামলায় নভজ্যোত সিং সিধুর সাজা ৩ বছরের কারাদণ্ড থেকে কমিয়ে ১০০০ টাকা জরিমানা দিতে বলা হয়েছিল।
২৭ ডিসেম্বর, ১৯৮৮-তে পাতিয়ালার একটি ট্রাফিক জংশনে গাড়ি চালানো সংক্রান্ত একটি বিবাদের কারণে সিধু গুরনাম সিংকে তার গাড়ি থেকে টেনে নিয়ে যায় এবং তাকে বেধড়ক মারধর করে। মারা যান গুরনাম।
২০১৮ সালের রায়কে চ্যালেঞ্জ করে সিধুর শাস্তি কমিয়ে দিয়েছিল কোর্ট। গুরনাম সিংয়ের পরিবার ফের সেটি পুনর্বিবেচনার আবেদন করে। চৌত্রিশ বছর পুরনো কেসে সাজা পেলেন নভজ্যোৎ সিং সিধু। সুপ্রিম কোর্টে মিলল না কোনও স্বস্তি।