Omicron Variant- আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বন

তৃতীয়পক্ষ ওয়েব- কোভিড ১৯ কতটা ভয়ঙ্কর হয়ে নেমে এসেছে তা ভালোই বুঝতে পারছে বিশ্ববাসী। একের পর এক ভ্যারিয়েন্টের হদিশ আতঙ্কের মাত্রাকে আরও কয়েকশ গুণ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়াটা নতুন করে আতঙ্কের মাত্রাকে বাড়িয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট-এর হদিশ মেলার পর থেকেই কোভিড ১৯ সংক্রমণে এক নতুন আতঙ্কের জন্ম হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের নিয়ে রীতিমতো সন্দেহের আবহাওয়া তৈরি হয়েছে।  শিয়রে শমনের মতো হাজির হয়েছে মহারাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর। তবে ওমিক্রনকে মারাত্মক ভ্যারিয়েন্ট হিসাবে মানতে রাজি নন উত্তরপ্রদেশের কোভিড মোকাবিলা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন তথা লখনউ এসজিপিআই-এর ডাইরেক্টর ডক্টর আর কে ধীমান। তিনি দাবি করেছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের মতো প্রাণঘাতক নয় ওমিক্রন ভ্যারিয়েন্ট।

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের রিপোর্ট খতিয়ে দেখেছেন ডঃ আর কে ধীমান। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাদের রিপোর্টও ভালোভাবে খুটিয়ে দেখেছেন। রিপোর্টে এই ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়ার কথা বলা হলেও কোথাও লেখা নেই যে এটি এক্কেবারে প্রাণঘাতী। ডেল্টা ভ্যারিয়েন্ট যতটা ভয়ঙ্কর ওমিক্রন ততটাও ভয়ঙ্কর নয় বলেই দাবি করেছেন আর কে ধিমান।

তার এই কথায় স্বাভাবিকভাবেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, কোভিড ১৯-এর আতঙ্কের থাবা কতটা ভয়ঙ্কর হয়ে নেমে এসেছে তা ভালোই ঠাহর করতে পারছে বিশ্ববাসী। এরমধ্যে একের পর এক ভ্যারিয়েন্টের হদিশ আতঙ্কের মাত্রাকে আরও কয়েকশ গুণ বাড়িয়ে দিয়েছে। এই দাবি সত্যি বলে প্রমাণিত হলে মানুষের মনে অনেকটাই বল আসবে বলেই মনে করা হচ্ছে।

বিভিন্ন রিপোর্ট পড়ে তিনি বুঝেছেন যে এতে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন দেখা যাচ্ছে না। সুতরাং অহেতুক আতঙ্কগ্রস্ত না হওয়াটাই ভালো। এমনকী দুই বিশেষজ্ঞ চিকিত্‍সকের আরও দাবি যে, ডেল্টা ভ্যারিয়েন্টে যেভাবে আক্রান্তদের অক্সিজেনের লেভেল পড়তে থাকে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে তেমন কোনও লক্ষণ পরিলক্ষিত হয়নি।চিকিত্‍সক আর কে ধিমান জানিয়েছেন যে এখনও ভারতে ওমিক্রনের ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় আক্রান্তদের রিপোর্ট চিকিত্‍সক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন ওমিক্রনের সংক্রমণের রূপ।

শেয়ার করতে:

You cannot copy content of this page