জুতো ছুঁড়ে মারা আসলে সকলের প্রতিবাদ

তৃতীয়পক্ষ ওয়েব- পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারা আসলে সকলের প্রতিবাদ, এমনটাই বললেন কলাকুশলীরা। ইতিমধ্যে সংবাদ শিরোনামে শুভ্রা ঘড়ুই। শিক্ষক দুর্নীতি তদন্তে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে যুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে সামনে পেয়ে আর নিজেকে সংবরণ করতে পারেননি শুভ্রা। তিনি রাগে ক্ষোভে ঘৃণায় পায়ের জুতো ছুড়ে দিয়েছিলেন আর সেই সঙ্গে ঝাঁঝালো মন্তব্য, ‘বেশ করেছি। এই নিয়ে আমার কোনও অনুতাপ নেই’। এরপর থেকেই টিভি চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভ্রা। পরে শুভ্রার গলার ঝাঁঝ একটু কমলেও তা নিয়ে তার কোনও অনুশোচনা নেই।

তার এই জুতো ছোড়া নিয়ে আলোচনা-সমালোচনা সব জায়গায়। সাধারণ মানুষের মধ্যে একাংশ  বলছেন শুভ্রা যা করেছেন একদম ঠিক করেছেন। এভাবেই দুর্নীতির প্রতিবাদ হওয়া চাই। আমরা যা পারিনি তা শুভ্রা পেরেছে।

এদিকে শুভ্রাকে নিয়ে চারদিকে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, তখন শিল্পী কলাকুশলীরাও তাদের বক্তব্য তুলে ধরতে পিছু হটেননি। শুভ্রা কোথাও  যেন একটা প্রতীক হয়ে উঠেছেন। তাই তাঁকে নিয়ে উঠে আসছে নানা মত। অভিনেতা বাদশা মৈত্র এই প্রসঙ্গে বলেন, ‘শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে মাপের দুর্নীতি হয়েছে তা কোনও আইন মেনে হয়নি। তাই তার প্রতিবাদও যে আইন মেনে হবে এমন কোনো কথা নেই’।

ডিরেক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতে, ‘এতো বিশাল একটি দুর্নীতি হয়েছে। এতো পাহাড় প্রমাণ টাকা নয় ছয় হয়েছে, এই মুহূর্তে সবটাই সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে। তাই মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবে সেটাই স্বাভাবিক। মানুষের ব্যক্তিগত ক্ষোভ কোথায় পৌঁছলে এইভাবে তার বহিঃপ্রকাশ ঘটান।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page