কবিতা।। আশমানি কাফতান।। বৈশাখী নার্গিস

চলো দু মুঠো সরল শব্দ তোমার জন্যে সাজাই

জন্মদিনের তারিখ মুছে দিই সহজে

মুছে দিই এক জোড়া মোমের গলে যাওয়া

অভিমানের সূচ ফোঁটা

 

দীর্ঘ আজানের সুর ভেসে আসুক ভাঙা জানলার ওপার থেকে

চিকচিক করে ওঠা গালে তখনও লেগে থাক ভালোবাসার দাগ

 

যতদূর জানা আছে

কিছু বিশ্বাসের ইতিহাসে ডুব মারুক আজকের দিন

এটুকু বললেই নাম লেখা হবে অবিশ্বাসের খাতায়

অভ্যেসের ডাকনামে নেমে আসবে তলোয়ার

সেই কবেকার কোন এক ঝুটো পলাশের ফুলে

ঢেকে গিয়েছিল ক্ষণিকের জ্বর

ভাঙাচোরা পথ বেয়ে ঘাতক সবুজ রঙ

ঢলেছিল বুকের বাঁ পাশে

 

সবকিছু বুঝে ওঠার আগে তোমরা হেসে ওঠো

আড়াল থেকে ঈশ্বর চেয়ে আছেন ঠিক

তুমি দেখে নাও

আজকের যীশু এইমাত্র পাশ কাটিয়ে গেলেন

আশমানি কাফতান গায়ে জড়িয়ে।

শেয়ার করতে:

You cannot copy content of this page