কবিতা।। তৃতীয় ঢেউ ও অন্যান্য ।। স্বপ্নকমল সরকার
ঘর
ঘর একটাই, তার জানলা অনেকগুলো
খুলতে গিয়ে দেখি অতর্কিতে ঢুকে পড়ল
চোখ ধাঁধানো আলো, সব দেখা যায় তাতে
ভালোবাসা, এঁটোকাঁটা, মনের ময়লা-ধুলো।
তাই অন্ধকারে চেয়ে থাকি, বন্ধ রাখি দ্বার
অন্ধ আমি, চাইছি কেন আলোর অধিকার?
প্রেম
ছিল? নেই! রয়েছে তো বুকের কাছেই
অদৃশ্য, তবুও আলোর স্পর্শ দিয়ে সে
সারা মন ছেয়ে রাখে মেঘের আকাশে।
পাশে বসে, কানে কানে বলে,
সে-ই নাকি প্রেম!
মেঘ
তবে তোমাকেই অনাদায়ী মেঘ ভাবি আজ
মাঠের পিপাসা মেটাতে তুমি এসেছ যখন
তবে ছুঁয়ে যাও পোড়ামাটি, শরীরের মন।
হৃদয়ে আগুন নদী, আরও স্রোত দাও তাকে
নৌকো ভাসিয়ে নাও সাড়া দিও মেঘেদের ডাকে
ভিজুক সে কৃষিকাজে, হবে মরশুমি স্বপ্নবপন…
খোলামকুচি
শব্দেরা হাত ধরে,জ্যোৎস্নার প্রান্তরে
কিৎ কিৎ খেলে,পায়ে পা জড়ায়
ঘুঁটি ফেলে কাছে আসে, যায় ফের দূরে
স্বপ্নেরা ঘোরাঘুরি করে এ ঘরে ওঘরে…
দোলাচল
দ্বিধা থাকে বুঝি মধ্যগগনে
খরতাপে ঝলসানো মনে…
কেউ এসে রোজ ফিরে যায়
মিছিমিছি সৈকত ভেজায়
তবু সুখ খুঁজে পায়না,একে একে
ঢেউ থেকে খুলে ফেলে নাকছাবি,
হিরের গয়না…
গাছ
সরলবর্গীয় গাছ, তুমিই সে না লেখা কবিতা?
দূর থেকে তোমাকেই দেখা,ডালপাতা মেলে
আগমনী সুর তুলে প্রান্তরে দাঁড়িয়ে রয়েছ একা
সম্ভাবনা নীলে,বসন্তের ঘাতক হিল্লোলে।
মুখোমুখি হব কোনোদিন? হবে নাকি দেখা!
ভাবি, যাই তবে, লুকিয়ে ও গাছের হৃদয়ে
বেঁধে আসি আমাদের গান্ধর্ব পতাকা…
তৃতীয় ঢেউ
প্রথম ঢেউটি ছিল ছলাৎছল,জলও
আছড়ে পড়েছিল ঘাটে এবং অতর্কিতে
চেনা সে নদীটি হল উথালপাথাল…
দ্বিতীয় ঢেউয়ের কোনো শেষ দেখি না
অপার রহস্য নিয়ে স্রোতস্বিনী চির অচেনা
একটু একটু করে ভালোবেসে ঠেলে দেয় দূরে
বুকজলে সমুদ্দুরে তার থই কখনও মেলে না…
প্রথম ঢেউটি সাগরে ডুবে হয়েছে দ্বিতীয়া
সাজঘরে উপোসী তৃতীয়া রূপটানে,বাতাসে
উদ্যত ফণা, ভিজে তটে মৃত বালুকণায়
নৌকাটি কখন এসে আঘাটায় ভিড়েছে
একপাশে দাঁড়িয়ে রয়েছে প্রণয়ীর বেশে
বিশ্বাসে সংশয় তিমিরে করে ছেলেখেলা!
শালুকপুকুর
কি হবে আর ছন্দ চিনে
যদি অন্ধ পুকুরপাড়?
শাপলা পুকুর, জলের মুকুর,
শ্রীময়ী প্রতীক্ষায়!
একটুখানি পাপড়ি খুলেই
কেন বন্ধ হল দ্বার!
ফুটলে আলো,সে ছড়াবে
পরাগরেণু তার?
রাখাল যে জন,বংশীবদন,
গলায় কুন্দহার
শালুকপাতায় টলোমলো
সে মন তবু চাইছে অধিকার
শালুক ফুটুক পাপড়ি মেলুক
আধখানা দিক তার।
লেখক পরিচিতি- স্বপ্নকমল সরকার, কবি-প্রাবন্ধিক ও গল্পকার। ‘আলোবাতাস’ সাহিত্যপত্রের সম্পাদক। বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় নিয়মিত লিখে থাকেন। প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘বেঁচে আছি’, ‘ভার্চুয়াল মেঘ’ ও ‘নির্বাচিত কবিতা’। এছাড়াও রয়েছে একটি গদ্যগ্রন্থ, ‘অর্কপ্রভ বিদ্যাসাগর’।
Illustration- Japanese illustration