কাছে ছিল যারা। জিয়া হক
জিয়া হক
ক্ষমা করো প্রোষিতভর্তৃকা
এ অরণ্য—বাঘ নেই,
রোদন রয়েছে
স্নান করা পাখি তুমি
আহারে বসেছ
আমিই খাদ্য তবু
আমিষ ব্যতীত
চাইছ শাবক কিন্তু
প্রশাসক নই, তাই
গোপন অঙ্গে নেই
খনিজ সম্পদ
ফলাহার করো
যেহেতু ফল দেয়
ফুলেরই প্রস্তাব
প্রস্তাবনা, পরামর্শ,
নির্দেশনা, ওহি
রাখো যদি ভিক্ষাপাত্রে
হতে পারি গৃহী
রবিবার আছে
যত্ন করো ত্বক
নেমেছে কি প্রবাসী উড়ান?