বুকষ্টল করার অপরাধে রাজ্য প্রশাসন প্রখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি

তৃতীয়পক্ষ ওয়েব- রাসবিহারীতে বুকস্টল ভাঙার প্রতিবাদে আজ জমায়েত করে বুকষ্টল করার অপরাধে রাজ্য প্রশাসন প্রখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি( Kamaleswar Mukherjee),গণ আন্দোলনের নেতৃত্ব ও লেখক( Gautam Ganguly) ,পার্টি কলকাতা জেলা সম্পাদক কমরেড Kallol Mazumdar, জেলা নেতৃত্ব কমরেড Gautam Ganguly কমরেড Rajendra Prasad পার্টি এরিয়া সম্পাদক কমরেড Sanjib-rana Ganguly সহ ৯ জনকে গ্রেফতার করলো পুলিশ।

প্রসঙ্গত, বামপন্থীরা বহু বছর ধরেই (ক্ষমতায় থাকা বা না থাকাকালীন) পুজোর সময় বিভিন্ন অঞ্চলে বইয়ের স্টল দিয়ে থাকেন। অনেকেই স্বেচ্ছায় বই কেনেন (যেমন মানুষ বই কেনেন বই মেলায়)। সেই সব স্টলে মার্ক্সীয় দর্শন বা প্রয়োগের ওপর লেখা বই ছাড়াও অনেক প্রথিতযশা সাহিত্যিকের সাহিত্যকর্ম থাকে। বইয়ের স্টল থেকে তো কাউকে জোর করে বই কিনতে বলা হয় না এবং তা পুজোর আনন্দে কখনো ব্যাঘাত ঘটায় না।  তাহলে কেন এই অসহযোগ, এই অত্যাচার। বাম নেতা কর্মীদের একাংশের কাছে এই একটাই প্রশ্ন পরিচালক কমলেশ্বর মুখার্জির।

শেয়ার করতে:

You cannot copy content of this page