দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, মাথায় হাত জনতার

তৃতীয়পক্ষ ওয়েব- শীতের সময়েও মাথায় আগুন সাধারণ মানুষের। নতুন মাস শুরু হতে না হতেই দাম বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের । ১ ডিসেম্বর থেকেই বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, রান্নার গ্যাসের দাম একই থাকায়, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত।

তথ্যসূত্রে খবর, ১ লা ডিসেম্বর থেকেই ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে ২ হাজার ১৭৭ টাকা। গতমাসে ২৬৫ টাকা দাম বেড়ে গিয়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছিল ২০৭৩.৫০ টাকা। আর ডিসেম্বরে আবারও বাড়ল ১০৩.৫০ টাকা।

এই দাম বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী থেকে মধ্যবিত্তেরও। কারণে এবার থেকে বাইরে কিছু খাওয়ার আগে দশবার ভাবতে হবে মধ্যবিত্তকে। মনে করা হচ্ছে, গ্যাসের এই দাম বৃদ্ধির প্রভাব খাবারের দোকানগুলোতে পড়তে পারে এবং বেড়ে যেতে পারে খাবারের দামও।

অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, দাম অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের। জুলাই মাসে রান্নার গ্যাসের  দাম ২৫ টাকা বেড়ে যাওয়ার পর, আগস্টে দাম না বাড়লেও, সেপ্টেম্বরে কিছুটা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এরপর ডিসেম্বর পর্যন্ত দাম বাড়তে দেখা যায়নি রান্নার গ্যাসের। যার ফলে এই মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত। বর্তমানে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা।

শেয়ার করতে:

You cannot copy content of this page