ব্যয়বহুল কাতার বিশ্বকাপ
পিনাকী চৌধুরী।।
অত্যন্ত বিত্তশালী দেশ কাতার। স্বাভাবিকভাবেই সারা বিশ্বের চোখ এখন কাতারে। ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। ৬৮৪ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৬৬ হাজার টাকার মতো। প্রসঙ্গত, গত ২০১৮ সালের বিশ্বকাপ টিকিটের মূল্য ছিল ২১৪ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২১,০০০ টাকা। তবে কাতারে বিশ্বকাপ নিয়ে বিতর্কের অবকাশ ছিল। সেখানকার তাপমাত্রা, সমাজব্যবস্থা ইত্যাদি নিয়ে। শুধুমাত্র এই বিশ্বকাপ ফুটবলের জন্য ছ’টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এছাড়াও আরও দু’টো স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। ভাবছেন তো খরচ কতো ?
৩ বিলিয়ন ডলার ! হ্যাঁ, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! পাশাপাশি কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজনে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য আল রিহলা বল তৈরি করেছে ADIDAS। এই বিশেষ বলে রয়েছে ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট ( IMU ) সেন্সর।
এছাড়াও সব খেলোয়াড়দের জন্য রয়েছে বিশেষ অ্যাপ, যা কিনা সংশ্লিষ্ট খেলোয়াড়দের পারফরম্যান্স এবং বিশ্লেষণে সাহায্য করবে। প্রতিটি স্টেডিয়ামে রয়েছে একগুচ্ছ ক্যামেরা। সবথেকে তাৎপর্যের বিষয় হল, যেসব দেশ এবারের বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে নি, তাদের মধ্যে থেকে সবথেকে বেশি দর্শক কাতারের স্টেডিয়ামে বসে খেলা দেখছেন, সেই দিক থেকে ভারত হল সর্বপ্রথম। অর্থাৎ কাতারের স্টেডিয়ামে সবথেকে বেশি দর্শক ভারতের।