বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বাংলার

তৃতীয়পক্ষ ওয়েব- বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে সক্রিয় হওয়া নিম্নচাপ যার কারণ। ফলে বুধবার মূলত মেঘলাই থাকবে কলকাতার আকাশ। আজও ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তরবঙ্গের দুটি এবং পশ্চিমের ৪টি জেলাতে চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। বেশ কিছুটা উর্ধ্বমুখী হবে উষ্ণতার পারদও।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বুধবার মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের কিছু জেলা। তবে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়ে। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে বুধবার রৌদ্রজ্বল থাকবে শহর কলকাতার আকাশ। কিছু কিছু এলাকা অংশত মেঘলা থাকবে। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বিকেলের পর থেকে অবশ্য হাওয়া বইতে শুরু করবে। বুধবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস এবং ২০° সেলসিয়াস।

শেয়ার করতে:

You cannot copy content of this page