চটপট মেকআপের আগে রূপচর্চা
রূপকথা- অফিস, ডিউটি করে ফেরার পর পরিবার-বন্ধুদের সময় তো দিতেই হবে। তবে ধুলো-পলিউশনের জন্য ত্বকের অবস্থা যাচ্ছেতাই। মেকআপের আগে এই ফেসপ্যাকটি লাগান, আর চমক দেখুন-
এই দুটি ফেসপ্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখবে, ত্বকেও জোগাবে পুষ্টি।
- সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য অ্যালোভেরা এবং বাদাম তেল ব্যবহার করতে পারেন। এর জন্য অ্যালোভেরা জেল নিন এবং বাদাম তেল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে হালকা হাতে আপনার পরিষ্কার মুখে লাগান। ভালভাবে মুখে মাসাজ করুন, ত্বকে ভালভাবে মিশে যাওয়া পর্যন্ত এটি করতে হবে। মেকআপের আগে এই ফেসপ্যাকটি ব্যবহার করুন দেখুন আপনার ত্বকের উজ্জ্বলতা।
- ত্বকের জন্য পাকা পেঁপে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকের দাগ দূর করতে পারে। এছাড়াও, এটি ত্বকের বর্ণও বাড়াতে পারে। পেঁপে পেস্ট তৈরি করুন। তারপর এতে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট এবং মুখ ধুয়ে নিন।