Special Bulletin : নিম্নচাপ রাজ্যজুড়ে, জারি সতর্কতা

বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির গরমে নাজেহাল বাংলার মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি আছড়ে পড়তে চলেছে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে।

বাংলার উত্তরের আলিপুরদুয়ার এবং কোচবিহারসহ প্রায় সব জেলাতেই এবং দক্ষিণের কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া অন্যদিকে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২২ শে মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যা পরবর্তী সময়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘যশ’ ২৬ শে মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে। যার আগাম প্রভাবে ২৫ তারিখ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলার সুন্দরবন এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এই কারণে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়তেই এই রোদের তেজ আরও তীব্র হবে এবং বিকেলের দিকে বেশকিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page