ISRO: স্বপ্নপূরণ ইসরোর, গগনযান মিশনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন

স্বপ্নপূরণ ইসরোর, গগনযান মিশনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন

তৃতীয়পক্ষ ওয়েবঃ গগনযান মিশনের’ ত্রুটি সংশোধন করে শ্রীহরিকোটা থেকে গগনযান মিশনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ইসরো। আজ সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) ‘হাইভোল্টেজ’ গগনযান (Gaganyan)মিশনের অধীনে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপন প্রযুক্তিগত কারণে স্থগিত করা হয়। তবে পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে ফের সফল উৎক্ষেপণ হয়। চওড়া হাসি ইসরোর বিজ্ঞানীদের মুখে।
আজ সকাল আটটায় গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক উড়ানের উৎক্ষেপণের কথা ছিল ইসরো। আবহাওয়া সংক্রান্ত কারণে সেই সময়ে কিছু রদবদল করা হয়। এরপরই ধরা পড়ে প্রযুক্তিগত ত্রুটি। প্রথমে সাড়ে আটটা, তারপর তা পিছিয়ে দেওয়া হয় আরও ১৫ মিনিট। পৌনে নয়টার কাউন্টডাউন শুরু হয়।


এরপর কাউন্টডাউন শেষে ওড়েনি উড়ানটি। কিছু সময় পর পর ইসরো প্রধান এস সোমনাথ ঘোষণা করেন যান্ত্রিক গোলযোগের কারণে মিশন স্থগিত করে দেওয়া হয়েছে। তবে যান্ত্রিক গোলযোগ কাটিয়ে উঠে পুনরায় উৎক্ষেপণ শুরু হতেই এবার সফল।
২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। আর সেই অভিযানকে বাস্তবায়িত করতে আজ প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

শেয়ার করতে:

You cannot copy content of this page