গৃহবন্দী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার
তৃতীয়পক্ষ ওয়েব- বিক্ষিপ্ত ঘটনার জেরে কিছুক্ষণ আগেই ট্যুইটারে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকম ব্যবস্থাই কি নিতে চলেছেন তিনি। তথ্য সূত্রে খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে।
আজ সকালে এরকমই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। নিউটাউনের বাড়িতেই নাকি তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন সকালে একটি ট্যুইট করে অভিযোগ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল বাহিনী তাঁকে বাড়িতে আটক করে রেখেছে।
Bengal police has house arrested me. CM @MamataOfficial has failed in controlling the rioters. The visuals we see from various places in Bengal are deeply concerning. Request CM @MamataOfficial to take strong action against rioters & stop appeasement. pic.twitter.com/rQqV7ejehA
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 11, 2022
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইটে লেখেন, ‘দিদি, রাজ্যে যারা সম্পত্তি ধ্বংস করছে এবং শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার! বিজেপি নেতাদের গৃহবন্দি করাটা কোনও ব্যবস্থা নেওয়া নয়।’ তিনি আরও অভিযোগ করেন, দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন। সেই অনুযায়ী ঘটছে বিভিন্ন ঘটনা।
পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে বলা হয় বাড়ি থেকে বেরোতে হলে তাঁকে লিখিত স্বীকারোক্তি দিয়ে বেরোতে হবে। পুলিশের এই ব্যবহারের তীব্র বিরোধিতা করেছেন তিনি। এদিকে আটক করা হয়েছে অপর বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও। রাজ্য বিজেপি নেতাদের অভিযোগ, দুষ্কৃতিদের আইনের আওতায় নিয়ে না এসে বিরোধী নেতা কণ্ঠ রোধ করতে ব্যস্ত রাজ্য পুলিশ।
গৃহবন্দি থাকার পর, জোর করে তিনি বেরোন। BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ৷ শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে সুকান্তকে গ্রেফতার করা হয়।