ভ্যাপসা দিনে বাঁচুন অস্বস্তিকর পরিস্থিতি থেকে, জেনে নিন ফ্যাশন হ্যাকস
তৃতীয়পক্ষ ওয়েব- ট্রেন্ডি স্টাইল অনুসরণ করে সাজতে কে না ভালোবাসে! তবে আমাদের সবসময় কিছু ফ্যাশন হ্যাকসও জেনে রাখা প্রয়োজন। মনে করুন আপনি আপনার সবথেকে প্রিয় জিন্সটা পরে বাইরে বেড়িয়েছেন হঠাৎ সেটির চেন কেটে গেল! কি করবেন এবার? আজ কিছু ট্রিকস রইল আপনাদের জন্য।
শার্ট পরার পরে অনেক সময় কলার নেতিয়ে থাকে ফলে দেখতে কার ভালো লাগে। কোনও অফিসিয়াল কারণে সেই শার্ট পরতে হলে খুব সোজা উপায়ে কলারকে টানটান করে নিন। বাড়িতে নিশ্চয় হেয়ার স্ট্রেটনার আছে? সেটিকে ঠিক যেমনভাবে চুলে ব্যবহার করেন তেমনভাবেই শার্টের কলারে ওপর ব্যবহার করুন। দেখবেন একদম টানটান হয়ে থাকবে আপনার শার্ট।
প্রিয় জিন্সটার চেন কেটে গেলে কি ফেলে দেবেন নাকি! একদমই নয়, বাড়িতে মোমবাতি থাকলে একটু চেনের লাইনটি ধরে ভালো করে মোম ঘষে নিন। দেখবেন কাটা চেন আবার আগের মতো ঠিক হয়ে গেছে।
একটু ড্যাম ওয়েদারে জামাকাপড় থেকে ভ্যাপসা গন্ধ ছাড়তে থাকে। এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ এবং মজার রাস্তা আছে! বাজার থেকে কমদামী ভদকা কিনে আনুন তারপর এক ছিপি ভদকা এবং এক কাপ জল ভালো করে মিশিয়ে জামাকাপড়ে ঢেলে দিন। ভ্যাপসা গন্ধ একদম চলে যাবে আর ভদকার গন্ধও থাকবে না।
গায়ের গন্ধ দূর করতে ডিও লাগানো হয় কিন্তু জামাকাপড়ে সেই ডিওর দাগ অনেক সময় খুব বাজেভাবে ছেপে যায়। চিন্তা নেই সেই হলদে নাছোড় দাগ দূর করার উপায় আছে। এক চামচ বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড আর জল নিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর যেখানে যেখানে ডিওর দাগ আছে সেখানে ভালো করে বুলিয়ে দিন। জল দিয়ে ধোওয়ার পরে দেখবেন দাগ একদম দূর হয়ে গেছে।
বিশেষ করে শীতের পোশাক থেকে প্রচুর রোঁয়া উঠতে থাকে। সেই রোঁয়া আমরা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলি যা সেই পোশাকটিকে নষ্ট করে দিতে পারে। তাই পোশাকের রোঁয়া তোলার জন্য রেজর ব্যবহার করুন আর ঠিক যেভাবে আপনি ওয়াক্সিং করার সময় রেজরটি ব্যবহার করেন তেমনভাবেই পোশাকে রেজর দিয়ে রোঁয়াগুলি তুলে ফেলুন।