চা তৈরির পর পাতা না ফেলে ফের ব্যবহার করুন
এক কাপ চায়ের সুগন্ধে মেতে ওঠেন না এরকম খুঁজে পাওয়া বোধহয় মুশকিল। কিন্তু চা বানানোর পর সেই চা পাতার ঠাঁই হয় ডাস্টবিনে। তবে সেই চায়ের পুনর্ব্যবহার জানলে আর ফেলে দেবেন না। চা পাতা থেকে চা হয়ে যাওয়ার পর পড়ে থাকা পাতাগুলি রীতিমতো কল্পতরুর মতো কাজ করে। সেই ফেলে দেওয়া পাতা দিয়ে ঘরের অনেক কাজই করে ফেলা যায়। সেই কাজগুলি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও-
- ক্ষত মেরামতিতে চায়ের পাতা বেশ উপকারী। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের আঘাত বা জখম ঠেকাতে সাহায্য করে। এর জন্য চা পাতা সিদ্ধ করে জখম জায়গায় লাগাতে পারেন। আবার চায়ের লিকার সামান্য ঠান্ডা করে জখম জায়গাটি পরিষ্কার করা যায় অনায়াসে।
- সার হিসেবে চা পাতার জুড়ি মেলা ভার। চা তৈরির পর পড়ে থাকা পাতা রোদে শুকিয়ে নিন। শুকিয়ে যাওয়ার পর সেটি গাছের গোড়ায় দিয়ে দিন। এটি খুব ভালো সারের কাজ করবে।
- চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে দারুণ কাজ দেয় চা পাতা। লিকার ছাঁকা চায়ের পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। ফের জলে সিদ্ধ করে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন চুল একদম নরম এবং চকচকে হয়ে গেছে।
- জুতোয় ভয়ানক দুর্গন্ধ? গ্রিন টি’র পাতা একটি পাতলা কাপড়ের পুটলিতে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে গেছে।
- মাইক্রোওভেন পরিষ্কার করতেও চা পাতা দারুণ কাজ দেয়। ওভেনের কাজ হয়ে গেলে তার ভিতরে একটি প্লেটে ভেজা গ্রিন টি-র পাতা রেখে দিন। ওভেনের ভিতরটা যেন উষ্ণ থাকে, খুব গরম না হয়। ওভেনের দুর্গন্ধ চলে যাবে।