TET EXAM : রবিবারও ছুটবে অতিরিক্ত মেট্রো
তৃতীয়পক্ষ ওয়েব- দীর্ঘ কয়েকবছর পর আগামীকাল ১১ ডিসেম্বর ২০২২ সালের টেট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। বহু চাকরিপ্রার্থীই এদিন পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে চাকরিপ্রার্থীদের কোনওরকমের সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতে তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। রবিবার ছুটির দিনেও চালানো হবে অতিরিক্ত মেট্রো।
কলকাতা মেট্রোর তরফে এদিন জানানো হয়েছে, রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে ৮টি মেট্রো রেল চালানো হবে। যার মধ্যে ৪টি চলবে আপ লাইনে এবং ৪টি চলবে ডাউন লাইনে।
পরীক্ষা শুরুর আগে থেকে ৭ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো রেল। অন্যান্য দিনের তুলনায় রবিবার সকালে ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। এর পাশাপাশি বিকেলের দিকে, অর্থাৎ পরীক্ষা শেষের পরে ১০ মিনিট অন্তর মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে।
সব মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলাচল করবে নর্থ-সাউথ লাইনে। আপ ও ডাউন লাইনে ৬৯টি করে মেট্রো যাতায়াত করবে সেদিন। পরিস্থিতি অনুযায়ী যদি প্রয়োজন হয়, তাহলে মেট্রো রেলের সংখ্যা আরও বাড়ানো হবে রবিবার এমনটাই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।