TET অনুত্তীর্ণরা ফের চাকরির আবেদন করতে পারবেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের
তৃতীয়পক্ষ ওয়েব- ২০১৪ ও ২০১৭ সালের টেট ‘অনুত্তীর্ণ’দের প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ায় সুযোগ দিল কলকাতা উচ্চ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তাঁরা আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, টেটের ‘সংরক্ষিত’ বিভাগের যাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন।
বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন, ‘সংরক্ষিত’ বিভাগের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই ফর্ম ফিলআপ করতে পারবেন। ২০২২ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার পরই ২১ জন মামলা দায়ের করেন। দাবি ছিল, পর্যাপ্ত নম্বর পাওয়ার পরেও তাঁদের অনুত্তীর্ণ দেখানো হয়েছে। যার ফলে তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। এই মামলার রায়ে সকলকে পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত।
সম্প্রতি, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, এবং যাঁদের বয়স ৪০-এর নীচে তাঁরা ২০২২ সালের টেট নিয়োগে অংশ নিতে পারবেন।