খুলছে স্কুল, উচ্ছ্বসিত পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর ছবিতে মিষ্টি খাওয়ালো

তৃতীয়পক্ষ ওয়েব- টানা প্রায় ২ বছর পর খুলতে চলেছে স্কুল কলেজের দরজা। উত্তরকণ্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এই খবর পেয়েই খুশির জোয়ার পড়ুয়াদের মধ্যে।

প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন যে, ‘আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। তবে এখন নিচু ক্লাস নয়, খোলা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। সেইসঙ্গে খুলতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজাও’।

বিগত ২ বছরে করোনার আবহে অনলাইনেই চলছিল পঠনপাঠন। ছাত্রছাত্রীরা স্কুল খোলার আবেদন করলেও, স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তই নিয়েছিল রাজ্য সরকার। তবে সেই জায়গায় স্বস্তি, স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্য সচিবকেও।

সিদ্ধান্ত শোনার পর খুশিতে শিলিগুড়ির হাসমি চকে মুখ্যমন্ত্রীর প্রতীকি ছবিতেই মিষ্টিমুখ করায় ছাত্রছাত্রীরা। উৎসবে মেতে উঠে স্টুডেন্টস সোসাইটির ব্যানারে এই কাজ করে পড়ুয়ারা। সকলের চোখে মুখে ফুটে ওঠে খুশির জোয়ার।

দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায়, ধুলো বালি জমে গিয়েছে বেঞ্চগুলোতে। সেগুলো পরিষ্কার করা থেকে শুরু করে স্কুল বাড়িতে স্যানিটাইজেশন করার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়।

শেয়ার করতে:

You cannot copy content of this page