The white tiger-এর জন্য BAFTA পুরস্কারের মনোনয়ন আদর্শ গৌরবের
BAFTA অর্থাৎ British Academy of Film and Television Arts জুরির বিচারে সেরা অভিনেতার মনোনয়ন পেলেন আদর্শ গৌরব। দ্য হোয়াইট টাইগারে অভিনয় করে এর মধ্যেই বেশ আলোড়ন ফেলেছেন আদর্শ গৌরব। মূলত অরবিন্দ আদিগার-এর বইয়ের ওপর ভিত্তি করে বানানো সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব। পার্শ্বচরিত্র ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া সহ রাজকুমার রাও। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এবং ছবিটির এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
মুম্বইয়ে জিমে কসরত করছিলেন গৌরব, সেইসময় তিনি এই খবর পান। গৌরবের কথায়, ভীষণ ভালো এক অনুভূতি। তাঁর সঙ্গে সঙ্গে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), প্রয়াত চ্যাডউইক বোসমান, ম্যাডস মিকেলসন, অ্যান্থনি হপকিনস ও তাহার রহিম। এর আগে আদর্শ গৌরব মাই নেম ইজ খান ও মম নামে ছবিতে অভিনয় করেছেন।
বিশেষত দ্য হোয়াইট টাইগারে বলরামের চরিত্রে তাঁর অভিনয় দেখে চমকে গিয়েছিল দর্শক ও সমালোচকরা। ছবির ক্লাইম্যাক্সে যেভাবে তিনি অভিনয় করেছেন, তাতে বোঝা শক্ত যে তার বয়স মাত্র ২৬ বছর। বুকারজয়ী বইয়ের ওপর নির্মিত সিনেমা করে ব্যাফটা পাবেন কি তিনি? এখনও সেটা জানা নেই, তবে ইতিমধ্যেই আবেগে ভাসছেন গৌরব।
রামিন বাহরানির ছবির জন্য মনোনয়ন পাওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছে তার ফোন। সামনে অনেক কাজ রয়েছে তার। এই মাসের শেষেই গুরুত্বপূর্ণ অডিশন আছে, যেটাকে এখন পাখির চোখ করেছেন তিনি। অন্যদিকে রামিন বাহরানিও নমিনেশন পেয়েছেন অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বিভাগের জন্যে।