‘ধান দেব না, মান দেব না’ থিম নিয়ে ফের জমা পিটিশন
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- শুরু থেকেই বিতর্কে জড়িয়েছে দমদম পার্কের ভারতচক্রের পুজো। যে থিম তাদের প্রতি বছর সেরার সেরা শিরোপা এনে দেয়, এবার সেই থিম নিয়েই বার বার তৈরি হচ্ছে বিতর্ক। আইনি জটিলতা থেকে রাজনৈতিক তোপের মুখে পড়তে হয়েছে ভারতচক্রের উদ্যোক্তাদের। সেই তালিকায় নতুন সংযোজন স্থানীয়দের পিটিশন দায়ের।
এদিন মহাষষ্ঠীর দুপুরে লেকটাউন থানায় জমা পড়ল সেই দাবিপত্র। যেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব পুজো মণ্ডপ থেকে জুতো সরিয়ে ফেলতে হবে। অভিযোগ, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এটি সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ। লেকটাউন থানার পুলিশকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।
এক ব্যক্তি জানান, এগুলো অপসংস্কৃতি। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এদিন তাঁরা মাস পিটিশন দায়ের করেছেন। লেকটাউন থানায় সেই পিটিশনের প্রতিলিপিও জমা দিয়েছেন। আদালতে গিয়েও এ নিয়ে আবেদনও করা হবে।
তবে পুজো উদ্যোক্তারা তাদের বক্তব্যে অনড়। ক্লাবের সম্পাদক প্রতীক চৌধুরী জানান, “একটি রাজনৈতিক দলের তরফে যে ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে তা মোটেই ঠিক নয়। কৃষক আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, তেভাগা, কৃষক আন্দোলন তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে।”
দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির এবারের থিম ‘ধান দেব না, মান দেব না’। সেখানেই প্যান্ডেলের একটি অংশ সাজানো হয়েছে জুতো দিয়ে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বিজেপির তরফ থেকে এই থিমকে ‘ হিন্দু-বিরোধী কাজকর্ম’ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, কাউকে অপমান করা ভারতচক্রের লক্ষ্য নয়। বরং বর্তমানে দেশের যে অবস্থা সেটাই তুলে ধরেছে এই থিম পুজোর মাধ্যমে।