citronella-plant for mosquito replant

গাছেই হবে নাশ

তৃতীয়পক্ষ ওয়েব- শাক-সবজি, ফুল-ফল সহ বিভিন্ন দেশি বিদেশী গাছের বাগান অনেকেই করে তোলেন বাড়িতে। তবে এর সঙ্গে এবার যোগ করুন কিছু গাছ। যা মশা সহ বিভিন্ন ধরণের কীট-পতঙ্গের হাত থেকে রক্ষা করবে।

সিট্রেনলা- মশা দমন করতে এই উদ্ভিদটি বাগানের এক কোণায় ফেলে রাখতে পারেন। এই গাছটির ডালপালা সুগন্ধ ছড়ায়। যা মশাকে মেরে ফেলতে সাহায্য করে।

পুদিনা পাতা- পুদিনা পাতার গন্ধ মাথাব্যাথা সারাতে খুবই উপকারী। কিন্তু অনেকেরই অজানা, পুদিনা পাতায় খুঁজে পাওয়া তেল মশার সুরক্ষায় সর্বোচ্চ মাত্রা প্রদান করে।

Peppermint, Leaves

পেপারমিন্ট ট্রি- পেপারমিন্ট বা মেন্থলের তাজা সুগন্ধ মশা তাড়ানোর দারুণ ভেষজ। এটি মশার প্রাকৃতিক কীটনাশক। শরীরে মেন্থল লাগিয়ে নিলে তা মশার কামড় থেকে বাঁচায়। মেন্থল তেল ও জলের মিশ্রণ মশাপ্রবণ এলাকায় ছিটিয়ে দিলে উপকার পাবেন।

ল্যাভেন্ডার- ঘরের দুর্গন্ধ দূর করতে বা ঘুমোনোর আদর্শ পরিবেশ আনতে ল্যাভেন্ডার কাজ দেয়। ল্যাভেন্ডারেরও নিজস্ব একটা সুগন্ধ আছে। মানুষের পছন্দ হলেও পোকামাকড় বা ইঁদুর এই গাছের গন্ধ পছন্দ করে না। ঘরের যে কোনো জায়গায় একগোছা ল্যাভেন্ডার রেখে দিলেই মশা-মাছি আসবে না।

Health-benefits-of-Lavender

বেসিল পাতা- পিজ্জার সঙ্গে এই পাতার ব্যবহার হামেশাই দেখা যায়। মূলত একটি ভেষজ গাছ। ঘরের আঙিনা, বাগানে বা ছাদে অন্যান্য গাছপালার সঙ্গে লাগিয়ে রাখতে পারেন। এর তীব্র গন্ধ পোকা-মাকড়কে ঘরবাড়ি থেকে দূরে রাখে।

তুলসী গাছ- তুলসী মশা তাড়ানোর উপকারী উদ্ভিদ। তবে অনেকেই জানেন না যে, মশা কামড়ানোর জায়গায় তুলসী পাতা ঘষলে চুলকানি থেকে মুক্তি মেলে। তুলসী পাতায় থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি যৌগ চুলকুনি তাড়ায়।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page