আকাশে ওড়ার দিন আজ ‘রাইট ব্রাদার্স ডে’
তৃতীয়পক্ষ ওয়েব- অরভিল আর উইলবার- দুই ভাই। আকাশ জয়ের নেশ দানা বেঁধেছিল মনে। তাঁদের স্বপ্নই ছিল আকাশে ওড়ার। গোটা মানবজাতিকে উড়ে বেড়ানোর জন্য ডানা দিতে চেয়েছিলেন তাঁরা। তাঁরা হলেন রাইট ভ্রাতৃদ্বয়। মানুষকে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করানোর দুই দিকগজ।
বাবার দেওয়া খেলনা হেলিকপ্টার দুজনের মনে স্বপ্নের বীজ বুনেছিল। তাঁদের কর্মজীবন শুরু হয়েছিল পত্রিকা ব্যবসা দিয়ে। যা সফল হয়নি। এরপর দুজনে ‘দ্য রাইট সাইকেল কোম্পানি’ নামে বাইসাইকেলের ব্যবসা শুরু করেন। নতুন নতুন নকশার সাইকেল বানানো শুরু করেন। ২০ বছর ব্যবসা করে রোজগার করার পর শুরু হলো স্বপ্নের যাত্রা। ১৮৯৯ সাল থেকে শুরু হয় গবেষণা। ১৯০০ সালে তৈরি করলেন প্রথম গ্লাইডার। ১৯০১-১৯০৩ নিরলসভাবে চলতে থাকে প্রচেষ্টা। এরপর ১৯০৩ সালের ডিসেম্বরে আসে সাফল্য।
১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা। উত্তর ক্যারোলাইনার কিটি হকসংলগ্ন কিল ডেভিল হিল থেকে ফ্লায়ারের পাটাতনে চড়ে বসলেন অরভিল। ইঞ্জিন চালু হলো। ঠিক ১০টা ৩৫ মিনিট। অরভিলকে বুকে নিয়ে শূন্যে উড়াল দিল ফ্লায়ার। মাত্র ১২ সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব হলো ১২০ ফুট। তাতে কী এসে যায়! এই ১২ সেকেন্ডই পৃথিবীর গতিপথকে চিরতরে বদলে দিল।
আজ সেই ১৭ ডিসেম্বর। রাইট ভ্রাতৃদ্বয়ের প্রতি সম্মান জানাতে প্রতিবছর দিনটি ‘রাইট ব্রাদার্স ডে’ হিসেবে পালিত হয়।