টয়ট্রেনপ্রেমীদের জন্য মন খারাপের খবর

তৃতীয়পক্ষ ওয়েব- ঝিমঝিম বৃষ্টিতে যারা পাহাড় ভালোবাসেন, তাঁদের জন্য মন খারাপ করে দেওয়ার মতো কথাই এটি। বৃষ্টি ভেজা দার্জিলিং যেতে যারা শিলিগুড়ি থেকে টয়ট্রেনে যাবেন ভেবেছিলেন, তাঁদের বলে রাখা ভালো যে কিছুদিনের জন্য বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা।

এখন পাহাড়ে অফ সিজন চলছে। বছরের অন্যান্য সময় যখন আকাশ ঝকঝকে, তখন এই সময়টা পাহাড়ে মন খারাপি বৃষ্টি। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে যায় বলে অনেকেই এই সময় পাহাড়কে এড়িয়ে চলেন। তবে পাহাড় এবং বৃষ্টিপ্রেমী রয়েছেন যারা। তারা কিন্তু এই সময়টাতে তাদের ডেস্টিনেশন হিসেবে বেছে নেন দার্জিলিংকে। আবছা দিনের আলোয় পাহাড়ের কোলে টয়ট্রেন করে তারা পৌঁছে যেতে চান শৈল শহরে। সেইসব মেঘ প্রেমী মানুষদের কাছে যে এটি দু:সংবাদ সে আর বলার অপেক্ষা রাখে না।

এবছর থেকেই যাত্রা শুরু করেছে ভিস্তাডোম কোচ যুক্ত টয় ট্রেন। আর এরপর থেকে বিভিন্ন সময় নানান যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে টয় ট্রেন। তাই সেই ত্রুটি মেরামত করার জন্য কার্শিয়াং থেকে ঘুম পর্যন্ত চলবে সারাইয়ের কাজ। এর ফলে ৭ই আগস্ট পর্যন্ত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সিজন শুরু হবে আর কিছুদিন পরেই। ধীরে ধীরে দার্জিলিঙে বৃদ্ধি পাবে পর্যটকের সংখ্যা। সে কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এই অফ সিজনেই মেরামতির কাজ সম্পন্ন করতে চাইছে।

১৮৮১ সাল থেকে শুরু হয় টয় ট্রেন পরিষেবা। ১৯৯৯ সালে এই টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। দার্জিলিং-এ পর্যটকদের কাছে চিরকালই এক অন্যতম আকর্ষণের বিষয় হলো এই টয় ট্রেন। তাই যে সকল পর্যটক দার্জিলিংয়ে যাবেন ভাবছেন, তাদের জন্য খানিকটা হলেও আফসোস থাকছেই।

শেয়ার করতে:

You cannot copy content of this page