Turmp and Zelenskyy: বৈঠক দেখে হাসছেন পুতিন! মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে
Turmp and Zelenskyy: বৈঠক দেখে হাসছেন পুতিন! মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। যার জেরে বিরল খনিজ পদার্থ নিয়ে চুক্তির হলো দফারফা। একসময় এ বৈঠক ছেড়ে চলেও যান জেলেনেস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে ছিল আলোচনাচক্র। যেখানে উত্তপ্ত মত বিনিময় হয় দুই শাসকের।
এই ঘটনার পর পরই ট্রাম্প, জেলেনস্কি এবং পুতিনকে নিয়ে মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়াজুড়ে। অনেকেই বলছেন, এবার মনে হয় ট্রাম্প-জেলেনস্কির ‘যুদ্ধ’ থামাতে পুতিনকে ‘শান্তিদূত’ বানাতে হবে!
দুই রাষ্ট্রনেতার এই নাটকীয় বৈঠক নিয়ে এক নেটিজেনের মন্তব্য, ‘ট্রাম্প যেভাবে জেলেনস্কিকে হেনস্তা করল তা দেখে জেনারেশন জেডের সতর্ক হওয়া উচিত। এই কারণেই নতুন প্রজন্মের জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি বিষয়’। আবার একজন লিখেছেন, ‘জেলেনস্কি হোয়াইট হাউসে ঢুকেছিলেন নিজেকে নেতানিয়াহু ভেবে, শেষ পর্যন্ত আবিষ্কার করলেন তিনি আসলে জাস্টিন ট্রুডো’।
হোয়াইট হাউসের কাণ্ড নিয়ে মিমে টম ক্রুজ অভিনীত হলিউডের একটি ছবি দৃশ্যকেও ব্যবহার করা হয়েছে। একটি মিমে দেখানো হয়েছে ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে ফোনালাপে ব্যস্ত রুশ প্রসিডেন্ট পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং, এমনকী জিনপিংয়ের সঙ্গে কিম জং উনের ফোনালাপও দেখানো হয়েছে।
First reaction on public humiliation of Zelensky pic.twitter.com/n7trMITPDE
— Russian Market (@runews) February 28, 2025
ইন্টারনেটে একটি ভিডিওতে ট্রাম্পের বকা খেয়ে জেলেনস্কিকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। ট্রাম্প এবং জেডি ভান্স মিলে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের বাইরে ছুড়ে ফেলে দিচ্ছেন, এমনটাও দেখা গিয়েছে মিমে। রাষ্ট্রশক্তি হিসাবে আমেরিকা যে অনেক বেশি শক্তিশালী, সেই কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের বিভিন্ন মিমের বন্যায়। আর প্রতি ক্ষেত্রেই ছোট করা হয়েছে ছোট দেশ ইউক্রেনকে।
প্রসঙ্গত, এই বৈঠকে আমেরিকাকে বিরল খনিজ ব্যবহারের অনুমতির বদলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন জেলেনস্কি। যদিও সেই চুক্তি শেষ গিয়েছে। জেলেনস্কি অভিযোগ করেছেন, ট্রাম্প শুধু খনিজেই আগ্রহী। ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কোনও পরিকল্পনা নেননি তিনি। এদিনের বৈঠক ব্যর্থ হওয়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতিও এখন ঘন অন্ধকারে।
