ঠান্ডা আমেজে নিম্নচাপের কাঁটা ফের

তৃতীয়পক্ষ ওয়েব- পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্বেগ বাড়িয়ে আবার বৃষ্টিরও আশঙ্কা। শুক্রবারই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা ও বিস্তার দুই-ই বাড়বে। যার ফলে দুশ্চিন্তা বাড়বে কৃষকের।

ক্ষতির আশঙ্কা চাষের। পাকা ধান থেকে শীতের সবজি। পিছিয়ে যেতে পারে আলুচাষ। কমবে ঠান্ডা আমেজও। এক ডিগ্রি বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে আরও বাড়বে তাপমাত্রা। আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ । যা শক্তি বাড়িয়ে সরে আসবে বঙ্গোপসাগরে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দু দিন দুই বঙ্গেই অনুভূত হবে শীত। দিন দুয়েক পর থেকে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে, ঠাণ্ডা কমে যাবে। ডিসেম্বরের ৩ তারিখে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়ায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ৪ তারিখ থেকে বাড়তে শুরু করবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শুধু উপকূলে ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাকি জেলার মধ্যে দুই ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তারপর ৫ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ৬ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি।

এর কারণ থাইল্যান্ড উপকূলের দিকে একটি নিম্নচাপ আসছে। আগামী ১২ ঘন্টায় সেই নিম্নচাপ সরে এসে আন্দামান সাগরের ওপর অবস্থান করবে। তারপরে এটা উত্তর-পশ্চিম দিকে সরে যাবে এবং সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে।

শীত বাধা পেতে পারে এই সব কারণে, তামিলনাড়ুর নিম্নচাপ, বঙ্গোপসাগের উচ্চচাপ বলয়, জলীয় বাষ্পের দাপটে শুকনো বাতাস কমে যাওয়া। এছাড়া উত্তরে পশ্চিমী বাতাস এখনও তেমন জোরদার নয়, সেই সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে ফের শক্তিশালী নিম্নচাপের আশঙ্কা। যার ফলে শীত আসতে আরও দেরী করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page