বাংলার উপনির্বাচনে গোহারা হারল বিজেপি
তৃতীয়পক্ষ ওয়েব- গত অক্টোবর মাসের ৩০ তারিখ পশ্চিমবঙ্গের শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দহ কেন্দ্রে উপ নির্বাচন হয়। এই চার কেন্দ্রের মধ্যে শান্তিপুর আর দিনহাটা কেন্দ্র ২০২১-এর নির্বাচনে বিজেপির দখলে ছিল। কিন্তু বিজেপির দুই বিধায়ক জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক নিজেদের সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।
আজ ছিল ভোটের ফলাফল ঘোষণার দিন। আর এই চার কেন্দ্রেই তৃণমূলে প্রার্থীরা জয়ী হলেন। তবে শুধু জয়ই না, বিপুল জয় পেয়েছেন তৃণমূলের প্রতিটি প্রার্থীই। উপ-নির্বাচনে বাংলার মোট পাঁচটি আসনেই তৃণমূল জয়লাভ করে পাঁচটিতেই জয়লাভ করেছেন তারা। বাকি দুটি কেন্দ্রের নির্বাচনও তৃণমূলের হাতে।
এদিকে খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ রেকর্ড ১ লক্ষ ৬৪ হাজার ৮৯ ভোটে জয়ী হয়েছেন। এর আগে নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক ৬৭ ভোটে জয়ী হয়েছিলেন।
গোসাবাতেও তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জয়ী হয়েছেন। এই কেন্দ্র তৃণমূলেরই দখলেই ছিল। অন্যদিকে তৃণমূলের বিধায়কের মৃত্যুর পর এই কেন্দ্রে আবারও নির্বাচন হয়। শান্তিপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী প্রায় ৬০ হাজার ভোটে জয়লাভ করেছেন। রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে হেরে গিয়ে সমস্ত দায়ভার শাসক দলের উপরেই চাপালেন দিলীপ ঘোষ। তিনি জানালেন, ‘এই উৎসবের মরশুমে নির্বাচন চাইনি। ভীষণ সন্ত্রস্ত আবহাওয়ার মধ্যে নির্বাচন হয়েছে দিনহাটায়। ঠিকমত প্রচার করতে দেওয়া হয়নি আমাদের, এমনকি গাড়ি ভাড়াও দেওয়া হয়নি। কোনও গণতান্ত্রিক পরিবেশ আগামী দিনে রাজ্যে থাকবে না। এরপর নির্বাচনে শুধুমাত্র তৃণমূলই প্রার্থী দেবে আর ১০০ শতাংশ ভোট পাবে’।