প্রমাণ না হওয়া অবদি চোর না বলার আর্জি পার্থ’র
তৃতীয়পক্ষ ওয়েব- প্রমাণ না হওয়া অবধি যেন তাঁকে চোর না বলা হয়, এমনটাই আর্জি করলেন নিয়োগ দুর্নীতি মামলার প্রধান আরোপি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর জজ কোর্টে তোলা হয় তাঁকে। পার্থর আইনজীবী সেলিম রহমান জামিনের আবেদন জানান। যেভাবে পার্থকে নিয়ে কথা উঠছে, তাতে মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেও দাবি করেন। তাঁকে কঠিন শর্তে জামিন দেওয়া হোক, এমনটাও আর্জি জানানো হয়।
এদিন সশরীরে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে হাজির করা হয় শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকেও। তাঁদের আদালতে নিয়ে যাওয়ার পর পার্থকে বসানো হয় বেঞ্চে। অন্যদের কাঠগড়ায় তোলা হয়। পার্থকে প্রমাণের আগেই চোর প্রমাণের তাগিদ দেখা যাচ্ছে বলেই তাঁর আইনজীবী সওয়াল করেন।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘যে কোনও কঠিন শর্তে জামিন চাইছি। আমার মক্কেলের পাসপোর্ট জমা রাখা হোক। তাঁকে মনিটর করা হোক। প্রমাণ হওয়ার আগে তাঁকে যেন চোর না বলা। অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক তাঁকে।’
তবে সিবিআই এদিন দাবি করেছে, নিয়োগ দুর্নীতি মামলায় যথেষ্ট প্রমাণ সাক্ষ্য তাঁদের কাছে রয়েছে। সিবিআই মামলার শুনানিপর্ব শেষ হওয়ার পর ফের শুরু হয়েছে ইডির মামলার শুনানি।