কবি যখন হয়ে ওঠেন প্রচ্ছদকন্যা

তৃতীয়পক্ষ ওয়েব- জানেন কি বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মার্কিন কবি কে? উত্তরে অনেকেই বলবেন এক কৃষ্ণাঙ্গ মেয়ের নাম। মাত্র ২২ বছর বয়সে আমান্ডা গোরম্যান প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আবৃত্তি করেছেন স্বরচিত কবিতা। ঐতিহাসিক সেই কবিতার নাম ‘দ্য হিল উই ক্লাইম্ব’। এরপর থেকেই বিভিন্ন জায়গায় দেখা মিলছে আমান্ডার। এমনকি ফ্যাশন ম্যাগাজিনেও প্রচ্ছদকন্যা হিসেবে দেখা দিচ্ছেন তিনি। এরমধ্যে কৃষ্ণাঙ্গ তরুণীদের আইডলে পরিণত হয়েছেন তিনি। নারীর ক্ষমতায়নের জন্য তাঁকে ভাবা হচ্ছে ছোটখাটো এক স্তম্ভ হিসেবে। ফ্যাশন দুনিয়াকেও একহাত দেখে নিচ্ছেন তিনি।

মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’–র প্রচ্ছদে ‘পাওয়ার অব উইমেন’ স্থান পেয়েছেন তিনি। সেখানে বিশ্বের সব ক্ষমতাবান তরুণ নারীরা স্থান করে নিয়েছিল। ২৩ বছর বয়সী আমান্ডা কথা বলেছেন তাঁর ছেলেবেলা নিয়ে, কীভাবে তিনি মানুষের অধিকারের পক্ষে লড়াইয়ের জন্য কবিতাকে বেছে নিয়েছেন—এইসব।

ফ্যাশনপ্রেমীদের কাছে মেট গালা বেশ দারুণ এক জায়গা। ফ্যাশন নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার সবচেয়ে বড় জায়গা। আমান্ডা গোরম্যানও হয়েছেন মেট গালার সঞ্চালক। আয়োজনের সময় তিনি পরেছিলেন ৭২ বছর বয়সী মার্কিন ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াংয়ের ডিজাইন করা একটি ময়ূরকণ্ঠী নীল ফ্রক।

ভ্যারাইটির পাওয়ার অব উইমেন পুরস্কারের সময় আমান্ডাকে পরিচয় করিয়ে দেন অ্যাঞ্জেলিনা জোলি। মেয়ে জহরা ও আমান্ডাকে নিয়ে তোলা ছবি শেয়ার করে জোলি লিখেছেন, ‘এরকম দুর্দান্ত এক তরুণ কবির পাশে দাঁড়িয়ে আমি নিজে ভীষণ নার্ভাস।’

শেয়ার করতে:

You cannot copy content of this page