২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজনে তিনটি দেশ
পিনাকী চৌধুরী।।
কাতারে বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের পথে। বিশ্বের ধনী দেশ হিসেবে কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজনে কোনও খামতি রাখেনি। যদিও কিছু বির্তকের সৃষ্টি হয়েছে। কিন্তু আগামী ২০২৬ সালে কোথায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ? ইতিমধ্যেই ফিফা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে তিনটি দেশ রয়েছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ওই তিনটি দেশের মোট ১৬ টি শহরে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। তার মধ্যে আমেরিকার ১১, কানাডার দু’টো এবং মেক্সিকোর তিনটি শহর নির্বাচিত হয়েছে। আমেরিকার আটলান্টা, ডালাস, বস্টন, ক্যানসাস সিটি, হিউস্টন, মায়ামি, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, সিয়াটেল এবং সান ফ্রান্সিসকো তে খেলা হবে।
প্রসঙ্গত, আমেরিকার এই এগারোটি শহরের যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে, সেগুলোতে সেখানকার ন্যাশনাল লিগ অনুষ্ঠিত হয়। ওদিকে আবার মেক্সিকো সিটির বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে বিগত ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এই প্রথম কোনও স্টেডিয়াম তিনবার বিশ্বকাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব পেল। তবে চমক আরও রয়েছে! ২০২৬ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে।