বই নিয়ে হইচই বইয়ের হাট-এ

তৃতীয়পক্ষ ওয়েব- আসুন ক্রেতা, আসুন বিক্রেতা,আসুন দর্শক, পাঠক, সমালোচক,শত্রু-মিত্র, সপ্তাহে মাত্র একদিন, রবিবার সকাল নটা থেকে বারোটা, স্থান – বাঁকুড়া শহরের স্কুলডাঙায়,গান্ধি বিচার পরিষদের ঠিক উল্টো দিকে।

আসুন দেখা হবে, এলেই কিনতে হবে এমন কোনও কথা নেই, তবে কিছু নিন বা না-নিন। এলে মনে করে একটা অটোগ্রাফ দিয়ে যাবেন।

সাহিত্যিকদের যোগাযোগের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে বাঁকুড়া শহরের স্কুলডাঙায় শুরু হয়েছে ‘বইহাট’। সপ্তাহের একটি দিনে যথাবিহিত কোভিড-বিধি মেনে এখানে আসছেন সাহিত্যিক গণ। সেখানে জোরদার ভাবে চলছে সাহিত্য-চর্চার আসরও।

উদ্যোক্তাদের মধ্যে একজন হলেন ভজন দত্ত, তিনি জানালেন, বইহাটে ৩০ জন সাহিত্যিক ও পাঠক আসছেন। এর পাশাপাশি বসছে সাহিত্যের আসর। বইও বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকদের। তাই বলব, আসুন সকলেই,অন্য রকমের বই পড়তে, দেখতে,কিনতে বিক্রি করতে আপনিও স্বাগত। ক্ষুদ্র পত্র-পত্রিকা-প্রকাশকদের পাশে থাকুন।

শেয়ার করতে:

You cannot copy content of this page