বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক অবলম্বনে আসছে ‘শহরের উপকথা’

বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের লেখা মঞ্চনাটক ‘বাকি ইতিহাস’ নিয়ে তৈরি হল সিনেমা। ‘শহরের উপকথা’ নামের এই সিনেমায় বাদল সরকারের চরিত্রে অভিনয় করছেন শুভাশীষ মুখোপাধ্যায়। সিনেমার স্ক্রিপ্ট ডিকন্সট্রাকশন এবং চিত্রনাট্যটি লিখেছেন বাংলাদেশের জাতীয় পুরষ্কার প্রাপ্ত ফিল্ম নির্মাতা আশরাফ শিশির। সিনেমাটি পরিচালনা করছেন বাপ্পা। এটিই তাঁর প্রথম সিনেমা। ‘চোখ’ নামের একটি ওয়েব সিরিজের নির্দেশনাও দিয়েছেন তিনি।

বাদল সরকারের চরিত্রে ইতিমধ্যে আলোচনায় এসেছেন শুভাশীষ মুখোপাধ্যায়। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘শহরের উপকথা’ এমন একটি সিনেমা, যেটা বাংলার নাটক থেকে নেওয়া হয়েছে। সেই নাটকের নাট্যকার সবার পছন্দের বাদল সরকার। আমি ভাগ্যবান যে তাঁর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। সিনেমার মধ্যে দিয়েই বর্তমান সময়ে এসেছেন বাদল সরকার। নাটক ও বাদল সরকার মিলেমিশে একাকার হয়ে গেছেন সিনেমায়। তবে কী হবে, সেটা অবশ্যই ছবি দেখলে বুঝতে পারবেন।’

প্রসঙ্গত ‘বাকি ইতিহাস’ কয়েক যুগ আগে লেখা। সেখানে উঠে এসেছিল সমাজের নানা রকমের অসংগতি। যা এখনো প্রাসঙ্গিক। গল্পের কাঠামো ভেঙে কিছুটা নতুন আঙ্গিকে লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আশরাফ শিশির।

২০১২ সালে প্রথমবার নাটকের গল্পটি পড়েছিলেন পরিচালক বাপ্পা। তার কাছে সেইসময় নাটকের গল্পটি বেশ কঠিন বলেই মনে হয়। রবীন্দ্রভারতীতে পড়াশোনার সময় ভেবেছিলেন গল্পটি সহজ ভাবে দর্শকদের সামনে বড় পর্দায় নিয়ে আসার কথা। সিনেমাটির পরিচালক বাপ্পা বলেন, ‘সিনেমার মূল গল্প বাদল সরকারকে নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, মূল গল্পে বাদল সরকার ছিলেন না। এটাই হল চমক। তাঁর চরিত্রে দারুণ অভিনয় করেছেন শুভাশীষ মুখোপাধ্যায়। মেকআপে মনে হবে, অবিকল বাদল সরকারকেই যেন দর্শক দেখছেন। তবে এই সিনেমায় প্রধান চরিত্র বলে কিছু নেই, সবাই সবার চরিত্রে প্রধান এবং সবাই কোথাও গিয়ে মিলিত হয়েছেন এক জায়গায়।’

এই ছবিতে বিভিন্ন ভাবে চলচ্চিত্র, নাটক, মঞ্চ এবং মানুষ ঘুরে ফিরে আসবে। চরিত্রগুলিকে আলাদা ভাবে দেখতে পাওয়া গেলেও গল্পের শেষে দেখা যাবে সবাই যেন এক সুতোয় বাঁধা। এই ছবিতে এমন কিছু ঘটনার কথা বলা হবে, যা সকলের মননকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু ব্যস্ত শহরের কোলাহলে কারও কানে কিছুই পৌঁছচ্ছে না। সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়কে দর্শকদের কাছে তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য।

আসলে পোকামাকড়ের মতো নয়, বেঁচে থাকতে গেলে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সব কিছুকে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে। নিজের সত্তাকে খুঁজে পাওয়ার অতি সাধারণ ইতিহাসের পাতা থেকে তৈরি এই ছবি আজকের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ঐতিহ্যের অর্থ ভাবতে বাধ্য করবে। এমনই দাবি করছে এই ছবির গল্প।

গতকালই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। আগামী মাসে ১৭ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ‘শহরের উপকথা’য় আরও অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ। ‘শহরের উপকথা’-র ক্যামেরা এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন যথাক্রমে সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ মাইতি। এই ছবিতে গান গেয়েছেন দুর্নিবার সাহা এবং পর্শিয়া সেন। গানে সুর দিয়েছেন সৌম্য ঋত। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়। আপাতত দর্শকের কাছে ডিরেক্টরের অনুরোধ সবাই সিনেমাহলে গিয়েই যেন সিনেমাটা দেখেন। শহরের মধ্যে আর এক শহরের উপকথা দেখতে এখন শুধু অপেক্ষা…

শেয়ার করতে:

You cannot copy content of this page