অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশে প্রিয়াঙ্কা-নিক
অস্কার মনোনয়ন তালিকা প্রকাশের জন্যে প্রিয়াঙ্কা এবং নিক জোনাস। ভারতবর্ষের খুব কম ব্যক্তিত্বের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া একজন, যিনি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি হলেন প্রিয়াঙ্কা নিক জোনাস। আর গতকালই দিলেন আরও এক চমক। এবার অস্কারের মঞ্চে দেখা যাবে তাঁকে। তবে শুধু একা প্রিয়াঙ্কা নন, নিক জোনাসও থাকবেন পাশাপাশি।
আগামী ৯৩ তম অস্কার মনোনয়ন তালিকা প্রকাশে একসঙ্গে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা ও নিক। গতকাল সকালে ট্যুইটারে এক ভিডিয়োর মাধ্যমে প্রিয়াঙ্কা তাঁর উচ্ছাস প্রকাশ করেছেন। সব কিছু মিলিয়ে মোট ২৩টি বিভাগে ঘোষণা করা হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা।
Hey @TheAcademy, any chance I can announce the Oscar nominations solo? 😂 Just kidding, love you @nickjonas! We are so excited to be announcing the #OscarNoms on Monday, March 15th at 5:19AM PDT! Watch it live on @TheAcademy‘s Twitter! pic.twitter.com/fB5yyEtWK6
— PRIYANKA (@priyankachopra) March 11, 2021
প্রিয়াঙ্কা এবং নিক বর্তমানে লন্ডনে রয়েছেন, সেখান থেকেই এই ঘোষণা করেন। করোনার কথা মাথায় রেখে পুরো অনুষ্ঠানটি হবে অনলাইনে। গত বছর করোনার জেরেই পিছিয়ে গেছে এই ঘোষণা। মূল অনুষ্ঠান হবে এপ্রিলে ২৬ তারিখ নাগাদ। সিনেমা বিশেষজ্ঞদের অনেকাংশের মত এই তালিকায় জায়গা করে নিতে পারে প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘অস্কার ঘোষণা করার জন্যে তিনি ভীষণ এক্সাইটেড’। এ বছর ভারতের দিক থেকে অস্কারের দৌড়ে ছিল ‘জাল্লিকাট্টু’। তবে সেটি প্রাথমিক মনোনয়নের তালিকা থেকে বাদ পড়েছে। তবে শর্ট ফিল্মের জায়গায় প্রথম দশে স্থান পেয়েছে ‘বিট্টু’ এবং ‘নটখট’ নামের শর্ট ফিল্ম দুটি।