আজ থেকে শুরু হল উত্তরবঙ্গ কাপ ২০২১
শিলিগুড়ি, দেবস্মিতা ঘোষ: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উত্তরবঙ্গ কাপ ২০২১-এর উদ্বোধন করা হলো রবিবার। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর উদ্যোগে আজ থেকে ৯ ই মার্চ পর্যন্ত শিলিগুড়িতে হতে চলেছে উত্তরবঙ্গ কাপ ২০২১। মোট ৫ টি দলের মধ্যে এই খেলা হবে।
অংশগ্রহণকারী দলগুলি হল; মহানন্দা স্পোর্টিং ক্লাব, বান্ধব সংঘ, রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন, নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ও ইউনাইটেড কার্শিয়াং ফুটবল ক্লাব।এদিন সংগঠনের এককর্তা শিবম দাসের কথায়, ‘উত্তরবঙ্গের মানুষ যাতে ফুটবলকে আরও মর্যাদা দেয় ও ভালোবাসে, সেই প্রচারের জন্যেই এই উত্তরবঙ্গ কাপ। জঙ্গল মহলেও একটি প্রজেক্টের ভাবনা চলছে। সোমবার শিলিগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও মালদাতেও এই খেলা শুরু হবে।’ উত্তরবঙ্গ কাপ নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিলিগুড়ির ক্রীড়া মহল।