এখানে বাড়িও গলে যায়!

 

তৃতীয়পক্ষ ওয়েব- কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল প্যারিসের জর্জ-৫ অ্যাভিনিউ এর গলে যাওইয়া বাড়ি অর্থাৎ ‘মেল্টিং হাউস’। পর্যটক থেকে শুরু করে হেঁটে চলা মানুষ সবাই কিছু সময়ের জন্য থেমে যেত এই বাড়ির সামনে। ডেস্টিনেশন পয়েন্ট হয়ে উঠেছিল বাড়িটি। সবাই দেখছে বিশাল একটি বাড়ি গলে যাচ্ছে। এমনিতে ম্যাজিশিয়ানদের বাড়ি উধাও করতে দেখেছেন টেলিভিশনে। কিন্তু বাড়ি কিনা মাখনের মতো গলে যাচ্ছে।

পিয়ের দালভি নামে এক শিল্পীর কারসাজি এটি। গোটা মেল্টিং হাউস চিন্তা ভাবনাটাই তাঁর। এটি একটি থ্রিডি ছবি মাত্র। ২০০৭ সালে তিনি এটি তৈরি করার কথা ভাবেন। কিন্তু পুরো ব্যাপারটা বাস্তবায়িত করতে টাকার প্রয়োজন। যা তাঁর সাধ্যের অতীত ছিল। এরপর সুযোগ আসে ২০০৯ সালে।

প্যারিসের এক নির্মাণ সংস্থা নতুন বাড়ি তৈরির সময় ঠিক করলেন পিয়ের দেলাভির এক ত্রিমাত্রিক ছবি ব্যবহার করবেন। আর যেমন ভাবা, তেমন কাজ। ১১ বছর আগে বানানো এই থার্ড ডায়মেনসন ছবি দিয়ে ঘিরে ফেললেন নির্মাণকৃত এলাকা। সেই ছবিই হল মেল্টিং হাউস। সেখানে কোনো বাড়ি গলে যায়নি। শিল্পীর তৈরি করা এক কল্পনা মাত্র।

তবে সেই মেল্টিং হাউসের জায়গায় এখন দাঁড়িয়ে এক বিশাল বড়ো আধুনিক বাড়ি। মেল্টিং হাউস রয়ে গেছে শুধু ছবি আর ইউটিউবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page