কোচবিহারে নাবালিকার পচাগলা দেহ উদ্ধারে ছড়াল চাঞ্চল্য
তৃতীয় পক্ষ ওয়েব ডেস্ক- বাড়ির পাশের পাটখেত থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির ঘটনা।
১৬ বছর বয়সী মুক ও বধির ওই নাবালিকা গত ৮ জুন সন্ধে থেকে নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে পরদিনই বাড়ির লোকেরা মেখলিগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরের পাটখেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) অলোকরঞ্জন মুন্সি ও মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায়। মেখলিগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে এলাকা জুড়ে।