ক্ষমতায় এলে সংস্কৃতি বদলে দেওয়ার হুমকি বজরং দলের

বজরং দলের নামে এবার এলো আরও এক অভিযোগ। সরস্বতী পুজোর দিন এরকমই পোস্টার পড়ল উত্তরপাড়ায়। নীতিপুলিশের ভূমিকায় নামল বজরং দল। এদিন গঙ্গার ঘাটে পোস্টার দিয়ে হুমকি দেওয়া হয়েছে, সরস্বতী পুজোর দিন জুটিতে ঘুরলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের হুমকি যুক্ত পোস্টারে যারপরনাই তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ বিজেপি, বজরং দল সব একই গোত্রের। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবী, তাঁরা এই ধরণের ‘পাশ্চাত্য সংস্কৃতি’কে সমর্থন করেন না। পুলিশ জানিয়েছে, কারা এই কাজ করেছে খতিয়ে দেখা হচ্ছে।

বসন্ত পঞ্চমী মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে এমন একটা কথিত ধারণা অনেক কাল ধরেই আছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাফেরা, কোথাও বা প্রেমিক প্রেমিকাদের ঘুরতে যাওয়া। এইদিনটায় বসন্ত যেন রঙিন হয়ে থাকে। গঙ্গার ঘাটে বসে যুগলের প্রেম বহু বছর ধরে চলে আসছে। কিন্তু এই বছরই ঘাটে এরকম পোস্টার পড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে।

দেওয়ালে সাঁটানো পোস্টারের বক্তব্য হল, বসন্ত পঞ্চমী সরস্বতী দেবীর আরাধনা। আর এই দিনটিকে আমাদের সংস্কৃতি ব্যবহার করে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিছু মানুষ এই দিনটিকে বাংলার ভ্যালেন্টাইন দিবসে পরিণত করেছে। এই পাশ্চাত্য সংস্কৃতি কোনও মতেই সমর্থন যোগ্য নয়। কঠোর শাস্তির হুশিয়ারিও দিয়েছে বজরং দল। আরও জানিয়েছে, তাঁদের সরকার এলে এই ধরণের সংস্কৃতিকে বরদাস্ত করা হবে না।

শেয়ার করতে:

You cannot copy content of this page