গোসাবায় বোমা বিস্ফোরণ, আহত ৬ বিজেপি সমর্থক
ভোটের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও। গতকাল তৃণমূলের প্রার্থী বাছাইও হয়ে গেল। তার মধ্যেই গোসাবায় বোমা বিস্ফোরণ কাণ্ডে আহত হলেন ছ’জন বিজেপি কর্মী-সমর্থক। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, মূলত বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে, তাদের নেতাদের লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের লোকজনই এইসব করেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রসঙ্গত এদিন শুক্রবার গভীর রাতে গোসাবার বাদামতলা এলাকায় বোমা বিস্ফোরণে আহত হন ছ’জন বিজেপি কর্মী-সমর্থক। তাদের মধ্যে একজনের কবজির একাংশ উড়ে গিয়েছে। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে আহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতরাতে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। বিরোধি দল বিজেপি করার জন্যই তাঁদের লক্ষ্য করে বোমা ছুঁড়েছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা।
স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, ভোটের সময় এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্যই বোমা বাঁধছিল বিজেপির নেতাকর্মীরা। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দেওয়া বরুণ প্রামাণিকের নেতৃত্বে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতেই কাজ চলছিল বোমা বাঁধার। এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূলের নেতারা।
এদিন বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোসাবা থানার পুলিশ। এছাড়া আজ যাচ্ছেন ক্যানিংয়ের এসডিপিও গোবিন্দ শিকদারও। তিনি জানান যে, একটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি বোঝা যাবে সেখানে গিয়ে। যদিও স্থানীয় পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।