জানেন কি আরবের এই বিলিয়নেয়ারের রয়েছে এক গাড়ির মিউজিয়াম

হামাদ-বিন-হামাদ  আরব আমিরাতের অন্যতম শাসক পরিবার আল নাহিয়ান বংশের এক শেখ। যিনি রেইনবো শেখ নামেও পরিচিত। যিনি আবু ধাবির ফাউন্ডার এবং ফার্স্ট প্রেসিডেন্ট অফ উইনাইটেড আরবের বংশোদ্ভুতও। হামাদ এমিরেটস-এর বিশ্ববিদ্যালয় থেকে তার প্রথম ডিগ্রি করেছিলেন ইকোনমিকসে। এরপর মাস্টার্স ডিগ্রি করেন ওয়ালেস-এর বিশ্ববিদ্যালয় থেকে।

এবার বলি তাঁর কীর্তির কথা। তাঁর সব থেকে বড়ো কীর্তি অনেক বড়ো একটি অটোমোবাইলের শো-রুম। যেখানে রয়েছে সাতটি রঙের এস-ক্লাস মার্সিডিস। যার জন্যে রাখা আছে জার্মানির স্টাইলিং এক গ্যারেজ। প্রতি সপ্তাহে যেখানে এই রেইনবো গাড়িগুলো রঙ করা হয়। ম্যাচ করা চামড়ার সিট এবং অন্দরসজ্জায়তেও রেখেছেন বিভিন্ন কারিকুরি।আর তাই হামাদ বিশ্বের যেখানেই যান না কেন, তাঁকে ডাকা হয় রেইনবো শেখ নামে।

গাড়ির মিউজিয়ামও রয়েছে তাঁর। যেখানে রয়েছে ভিনটেজ মিনি কুপারস যা ১৯৮৫ বেঞ্জ পেটেন্ট মোটোরওয়াগনে বানানো। রয়েছে এসইউভি-র প্রথম ম্যানুফ্যকচার করা ল্যাম্বরগিনি। এতগুলো গাড়ি রাখবার জন্য হামাদ একটি পিরামিড আকৃতির মিউজিয়ামই বানিয়ে ফেলেছেন। যা দেখতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন পৌঁছে যান এখানে। তাঁর অ্যান্টিক গাড়িগুলো সব এখানেই রাখা থাকে। চাইলে যে কেউ চালাতেও পারেন এই গাড়িগুলি।

তিনি তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড়ো জিপ, যা ৬৪ গুণ বড়ো অন্যান্য জিপের তুলনায়। এমনকি রয়েছে অ্যাপার্টমেন্ট সহ একটা বড়ো গাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বানানো মডেল উইলিও রয়েছে তাঁর সংগ্রহে।

শেয়ার করতে:

You cannot copy content of this page